এই মুহূর্তে




কলকাতার বস্তিবাসীর ঘরে ঘরে জলের লাইন পৌঁছে দেবে শহরের পুরনিগম

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগমের(KMC) তথ্য অনুসারে এই মুহূর্তে শহরে বস্তির(Slum) সংখ্যা কমবেশি ৩১০০টি। আবার শহরে মোট লোকসংখ্যা কমবেশি ১৫ লক্ষ। এই ১৫ লক্ষ মানুষ বসবাস করেন শুধুমাত্র কলকাতা পুরনিগম এলাকায়। এর মধ্যে বৃহত্তর কলকাতা বা শহরতলির জনসংখ্যাকে ধরা হয়নি। এবার সেই শহরের বুকে বসবাসকারী বস্তিবাসীদের জন্য এক বড় পদক্ষেপ নিল ফিরহাদ হাকিমের(Firhad Hakim) নেতৃত্বাধীন কলকাতা পুরনিগম। সেই সিদ্ধান্তের জন্য এবার থেকে আর কলকাতার(Kolkata) বস্তিবাসীদের বিশেষ করে মহিলাদের আর রাস্তায় গিয়ে টাইম কলের কাছে গিয়ে জল নেওয়ার জন্য লাইন দিতে হবে না। কেননা কলকাতা পুরনিগম চাইছে তাঁদের রান্নাঘরে জলের লাইন(Water Connection to every Slum Dwellers Kitchen) পৌঁছে দিতে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন মহানগরের প্রতিটি বস্তিবাসী মানুষ। বিশেষত পুরনিগম এলাকার মহিলারা।

আরও পড়ুন, নবান্নে কুড়মি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতায় বিভিন্ন এলাকায় যে সমস্ত আলিগলিতে রাস্তার কল আছে সেখানে সকালে, দুপুরে, বিকালে, রাতে দেখা যায় জলের জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে। সেখানে ভিড় থাকে মহিলাদেরই। এমনকি কে আগে জল নেবেন, কটা পাত্রে জল নেবেন সেই নিয়ে নিত্যদিন সেখানে ঝগড়াঝাঁটি লেগে থাকে। এই সব কলতলাকে পুরনিগমের পরিভাষায় বলা হয় Stand Post। শহরজুড়ে এই ধরনের Stand Post’র সংখ্যা খুব কম করেও ২০ হাজার। উত্তর হোক কী দক্ষিণ, পূর্ব হোক কী পশ্চিম, কলকাতার বস্তি এলাকায় নজর গেলেই দেখা যায় বস্তিবাসী মহিলারা রাস্তার কলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সারাদিনের জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করতে৷ আবার অনেক ক্ষেত্রেই রাস্তায় কল থাকায় জল নিলেও সেই কল রক্ষণাবেক্ষণ করেন না স্থানীয় মানুষজন। ফলে বহু ক্ষেত্রে খোলা থাকায় পানীয় জল অপচয় হয়৷ অনেক ক্ষেত্রে আবার Stand Post’র নট খারাপ থাকায় জল বয়ে যায়৷   

আরও পড়ুন, প্রেমিকার নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রেমিক

একদিকে যখন এই ছবি অন্য দিকে শহরের বিভিন্ন প্রান্তে অভিযোগ ওঠে পরিস্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার। তাই এই সমস্যার সমাধানে এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরনিগমের পানীয় জল সরবরাহ বিভাগ৷ কলকাতা পুরনিগম সূত্রে খবর, সিদ্ধান্ত নেওয়া হয়েছে বস্তি এলাকায় আর Stand Post রাখা হবে না৷ পরিবর্তে বস্তিবাসী মানুষের ঘরে ঘরে পানীয় জলের সংযোগ দেওয়া হবে৷ এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে খুবই উপকৃত হবেন শহরের বস্তিবাসীরা। রাস্তায় আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না তাঁদের। যতটা প্রয়োজন ততটা জল ভরে নিতে পারবেন তাঁরা। ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডের বস্তি এলাকায় ট্যাঙ্ক করে ২৪ ঘণ্টা জল সরবরাহ ব্যবস্থা করা হয়েছে৷ তবে নতুন পদ্ধতিতে সব থেকে সাশ্রয় হবে পানীয় জলের।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে গেলেন নয়া পুলিশ কমিশনার

পুজো নিয়ে বৈঠক ডাকলেন নয়া পুলিশ কমিশনার মনোজ

লক্ষ্মীর ভাণ্ডারকে পিছনে ফেলে দিতে চলেছে কন্যাশ্রী, আবেদন জমা ও মঞ্জুর ৩ কোটিরও বেশি

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুদামের ছাদ, হাওড়ায় নিহত ৪ শ্রমিক

আর জি কর কাণ্ডে মিনাক্ষীর বয়ান রেকর্ড করবে CBI, স্টেশন থেকেই সোজা CGO’র পথে বামনেত্রী

‘কর্মবিরতি চলবে’, নবান্ন বৈঠক শেষে জানিয়ে দিলেন জুনিয়র চিকি‍ৎসকরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর