এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অবশেষে পুলিশের হাতে এল  রাজভবনের সিসিটিভি ফুটেজ

নিজস্ব প্রতিনিধিঃ রাজভবনে  শ্লীলতাহানি কাণ্ডে উঠে এল নয়া তথ্য। এবার রাজভবনের সিসিটিভি ফুটেজ রাজ্যের পূর্ত দফতরের কাছ থেকে সংগ্রহ করল  পুলিশ। বৃহস্পতিবার রাতে সেই সিসিটিভি ফুটেজ হাতে আসে। বর্তমানে সেই ফুটেজ পুলিশ  খতিয়ে দেখা শুরু করেছে।

সূত্রের খবর, পুলিশের হাতে যে ফুটেজটি সামনে আসে তা বিকেল ৫ টা ১৫ মিনিটের। অভিযোগকারী মহিলার বয়ানের সঙ্গে বেশ কিছু অংশের মিল পাওয়া গেছে। তবে কোন সময়ে কি হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।  এই নিয়ে লালবাজার জানিয়ে দিয়েছে, কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তদন্ত নয়, নির্দিষ্ট একটি অভিযোগের অনুসন্ধান করছে। সেইজন্যই এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে গত বৃহস্পতিবার (৯ মে) রাজভবনে অনুষ্ঠিত হয় ‘সচ কা সামনা’। সেখানে দেখান হয়েছিল  বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যে ৬টা ৪০-এর মধ্যে সিসিটিভি ফুটেজ।  তবে সেই সিসিটিভি ফুটেজ মূলত রাজভবনের মেইন গেটের পুলিসের আউটপোস্ট সংলগ্ন দুটো সিসিটিভির।

গত ৮ মে  বুধবার রাজভবনের তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকঢোল ঘোষণা করা হয়েছিল, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের দিন যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে তা আমজনতাকে দেখানো হবে। মোট ১০০ জন রাজভবনে বসে ওই ফুটেজ দেখার সৌভাগ্য অর্জন করবেন। ঘটা করে সিসিটিভি প্রকাশ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘সচ কে সামনে’। সেই ‘সচ’ দেখার জন্য এদিন দুপুরে রাজভবনে হাজির হয়েছিলেন জনা তিরিশেক। যার সিংহভাগই সাংবাদিক। তাদের আবার অধিকাংশ ‘বিজেপির বংশবদ’ সংবাদমাধ্যমের। দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ ফুটেজ প্রদর্শন শুরু হয়। ১ ঘণ্টা ৯ মিনিটের ফুটেজ দেখানো হয়। ঘটনার দিন ৫টা ৩২ মিনিট থেকে ৬টা ৪১ মিনিট পর্যন্ত রাজভবনের উত্তর দিকের গেটের সামনে বসানো দু’টি সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয়। ওই ফুটেজে অভিযোগকারিণী মহিলাকে রাজভবনের দিক থেকে পুলিশের আউটপোস্টের দিকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখা যায়। তাও মাত্র কয়েক সেকেন্ডের জন্য। ওই ‘সচ কে সামনে’র ফুটেজ দেখে হতাশ হন হাতেগোনা দর্শক থুড়ি সাংবাদিকরা। যদিও ‘সচ কে সামনে’ নামক অনুষ্ঠানে হাজির অতিথিদের আপ্যায়নে কার্পণ্য করেনি রাজভবন। জলযোগ করানো হয়েছে।

হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগে অভিযোগকারিণী জানিয়েছেন, রাজভবনের কনফারেন্স রুমে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন রাজ্যপাল। কিন্তু রাজভবনের অন্দরমহলের কোনও সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়নি। আর তখন কলকাতা পুলিশের হাতে এল রাজভবনের সিসিটিভি ফুটেজ। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

বিধান ভবনে খাড়গের ছবিতে কালি, অধীরের কাছে রিপোর্ট তলব কংগ্রেস হাইকম্যান্ডের

অনুমতি ছাড়া আংশিক সময়ের শিক্ষক নিয়োগ নয়, নির্দেশিকা শিক্ষা দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর