এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডায় জবুথবু কলকাতা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গ(South Bengal) জুড়ে কনকনে ঠান্ডায় কার্যত জবুথবু হয়ে পড়েছে জনজীবন। শনি সকালে খাস কলকাতায় পারা নেমেছে ১২ ডিগ্রির ঘরে। গত বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা(Minimum Temperature) রেকর্ড হয় ১৭ ডিগ্রি। সেখান থেকে গতকাল ভোরে এক ধাক্কায় পারা নামে আরও ৩ ডিগ্রি। সেখান থেকে এদিন পারা নেমেছে আরও ২ ডিগ্রি। অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে কলকাতায় পারা নেমেছে ৫ ডিগ্রি। চলতি শীতের মরশুমে এটাই কলকাতার বুকে সবথেকে বেশি পারা পতন এবং সর্বনিম্ন তাপমাত্রা। তবে আবহাওয়াবিদদের দাবি, এই ঠান্ডার স্থায়িত্ব বেশি দিন হবে না। কেননা কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা(Possibility of Rain) থাকছে। আগামী মঙ্গলবার থেকেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। আর তার পরেই নামবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাজ্যের দুই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে। তবে রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বুকে পারা পতন অব্যাহত থাকবে। মনে করা হচ্ছে সোম সকালে খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে রেকর্ড হতে পারে। শীতের তীব্রতা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকভাবে আরও বেশিই থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পাতা ৬ থেকে ৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে অবশ্য সেই ছবিতে বদল হবে। এদিনই অর্থাৎ শনিবার পুরুলিয়ার বুকে পারা নেমেছে ৭.৮ ডিগ্রির ঘরে। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম জেলার বিভিন্ন জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। এই সব জেলার প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি কম।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর ভারত জুড়ে যে তীব্র ঠান্ডা পড়েছে উত্তুরে হাওয়া তারই কিছুটা টেনে আনছে দক্ষিণবঙ্গে। তবে এই পরিস্থিতি কয়েকদিনের মধ্যে পাল্টাতেও চলেছে। আর সেটাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিম হিমালয়ে যে পশ্চিমী ঝঞ্ঝাটি সৃষ্টি হবে, সেটি পূর্ব ভারতের দিকে এগবে। বিহারের ওপর ওই ঝঞ্ঝাটি চলে আসতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জন্য সমুদ্র থেকে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢুকবে। দুটি বিপরীত ধর্মী পরিস্থিতিতে সৃষ্টি হবে বৃষ্টির মেঘ। তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতেও আছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালদায় বাজ পড়ে মৃত্যু ১১ জনের, শোকপ্রকাশ মমতার

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় বদল, জায়গা করে নিল আরও ১২ জন

প্রচারে বেরিয়ে আচমকা অসুস্থ সায়নী, বাতিল সমস্ত কর্মসূচি

বিলুপ্ত Typist পদের জায়গায় LDA পদ সৃষ্টির দাবি

ঘুরপথে হিন্দি চাপানোর প্রচেষ্টা UGC’র, সরব ব্রাত্য সহ রাজ্যের শিক্ষাবিদরা

জামিন পেয়েই বিধানসভায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর