24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:00 am
নিজস্ব প্রতিনিধি: পুজোর (DURGA PUJA) ভিড়ে প্রিয়জন হারিয়ে গেছেন? বা আপনি? রাস্তা চিনতে পারছেন না? খুঁজে পাচ্ছেন না পরিজনদের? এত ভিড় যে পুজো মণ্ডপের কাছে গিয়ে ভলেন্টিয়রদের দিয়ে ঘোষণাও করাতে পারছেন না? নিশ্চিন্তে থাকুন। আপনার সাহায্যে এগিয়ে এসেছে কলকাতা পুলিশ (KOLKATA POLICE)।
কেউ হারিয়ে গেলে তাঁর পরিজনকে একটা মাত্র কল করতে হবে কলকাতা পুলিশের হেল্প লাইন (HELP LINE) নম্বরে। নিমেষেই আপনার মুশকিল আসান হবে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এই হেল্পলাইন নম্বর চালু হচ্ছে আজ থেকেই। আর এই পরিষেবা পাওয়া যাবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেওয়া হবে এই বিশেষ পরিষেবা। কারণ বেশি ভিড় হয় সন্ধ্যা থেকে রাতেই।
হেল্পলাইন নম্বর ৯১৬৩৭৩৭৩৭৩। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আপনার কাছের জন হারিয়ে গেলে বা আপনাকে আপনার পরিজনদের কাছে আনার বা পরিজনদের আপনার কাছে নিয়ে আসার অথবা আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সাহায্য করবেন পুলিশ আধিকারিক ও কর্মীরা। এমনকি কিছু হলে আপনাকে উদ্ধারও করবে কলকাতা পুলিশ।