এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কৃষ্ণকে ঠেকাতে আদালতমুখী বঙ্গ বিজেপি, পাত্তা দিলেন না স্পিকার

নিজস্ব প্রতিনিধি: মুকুল রায়ের(Mukul Roy) পরে এবার কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani)। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস বা পিএসি’র চেয়ারম্যান পদে মুকুল রায়ের ইস্তফার পরেই প্রশ্ন উঠেছিল এবার কে হবেন পরবর্তী চেয়ারম্যান! মুকুলের ইস্তফার জেরে অনেকেই ভেবেছিলেন আদালতের মামলার জেরে এবার বোধহয় পিএসি’র চেয়ারম্যান পদ বিরোধী বিজেপিকে ছেড়েই দেবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। কিন্তু তখনও তুরুপের তাস লোকানো ছিল। মঙ্গলবার বিকালে সেই তাস সামনে আনে তৃণমূল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী হলেন সেই তাস। তাঁকেই এদিন অর্থাৎ বুধবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য নির্বাচিত করেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। মুকুলের শূন্য আসনেই কৃষ্ণকে নিয়েছেন তিনি। তবে কৃষ্ণ যাতে কোনও ভাবেই এই কমিটির চেয়ারম্যান হতে না পারেন তার জন্য এবার আদালতে মামলা ঠুকতে চলেছে বঙ্গ বিজেপি(BJP)। নেপথ্যে অবশ্যই শুভেন্দু অধিকারী। 

দেশের সংবিধানে নির্দিষ্ট করে কোথাও বলা নেই যে বিরোধী শিবিরের বিধায়ককেই লোকসভা বা বিধানসভায় পিএসি চেয়ারম্যান পদ ছেড়ে দিতে হবে। এমনকি এটাও কোথাও বলা হয়নি যে এই পদ শাসক দল নিজেদের কাউকে দিতে পারবে না। দেশে লোকসভায় বা বিভিন্ন রাজ্যের বিধানসভায় পিএসি’র চেয়ারম্যান পদে বিরোধী দলের সাংসদ বা বিধায়ককেই বসানো হয়। কার্যত শাসক দল সেই পদ ছেড়ে দেয় বিরোধী পক্ষকে। বিরোধী পক্ষই ঠিক করে কে চেয়ারম্যান হবে। যদিও সেই নিয়োগ হয় লোকসভা বা বিধানসভার স্পিকারের মাধ্যমে। কিন্তু রাজ্য বিধানসভায় তৃণমূল প্রথম থেকেই এই পদ বিজেপিকে দিতে চায়নি। তাঁরা কার্যত একুশের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি থেকে তৃণমূল ফেরত মুকুল রায়কে পিএসি’র চেয়ারম্যান করে দেয়। কেননা মুকুল তৃণমূলে এলেও খাতায়কলমে বিজেপি বিধায়কই ছিলেন। এবার সেই একই কায়দায় কৃষ্ণ কল্যাণীকে ওই পদে বসাতে চাইছে তৃণমূল। কেননা কৃষ্ণ আদতে তৃণমূলেরই নেতা। একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে গিয়ে রায়গঞ্জ থেকে প্রার্থী হন কৃষ্ণ। জিতেও যান। কিন্তু তার কয়েকমাসের মধ্যেই তিনি ফের তৃণমূলে চলে আসেন। এখন তিনি খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও বঙ্গ বিজেপির সঙ্গে কার্যত কোনও যোগাযোগই রাখেন না।

কিন্তু তৃণমূল যাতে কোনঅভাবেই কৃষ্ণকে পিএসি’র চেয়ারম্যান পদে বসাতে না পারে তার জন্য এবার আদালতে মামলা ঠুকতে চলেছে বিজেপি। সূত্রে জানা গিয়েছে, সেই মামলা ঠোকার নেপথ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল নিয়ে আদালতে দায়ের হওয়া মামলা এখনও নিষ্পত্তি হয়নি। সেই মামলাতেই আদালতের দৃষ্টি আকর্ষন করতে চলেছে বিজেপি। সেখানেই বলা হবে মুকুলের পথেই কৃষ্ণকে পিএসি’র চেয়ারম্যান করতে চাইছে তৃণমূল। আদালত যেন তা আটকায়। যদিও বিজেপির এই পদক্ষেপকে পাত্তাই দিতে নারাজ রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কৃষ্ণকে পিএসি’র সদস্য হিসাবে মনোনিত করছেন। মনে করা হচ্ছে খুব শীঘ্রই তাঁকে চেয়ারম্যান পদে নিয়োগ করা হবে। এদিন রাজ্য বিধানসভায় কৃষ্ণের মনোনয়ন প্রসঙ্গে স্পিকার সাংবাদিকদের জানান, ‘শূন্য পদের জন্য একজনকে নির্বাচন করেছি। পদ্ধতি আমি আইন মেনে করেছি। কৃষ্ণ কল্যাণী বিজেপির সদস্য। বাইরে কি করেছেন, আমার বিষয় নয়। আমার কাছে কোনও তথ্য প্রমাণ আসেনি যে তিনি অন্য কোনও দলে যোগ দিয়েছেন। কাকে চেয়ারম্যান করব না-করব, সেটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে। যথা সময়ে চেয়ারম্যানের নাম ঘোষণা হতে হবে। কৃষ্ণ কল্যাণীকে আমি পিএসি’র সদস্য হিসাবে নোমিনেট করে নিয়েছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর