এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অভিষেকের বিরুদ্ধে গুজব বা ভুয়ো খবর ছড়ালেই কড়া পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি: কড়া হুঁশিয়ারি। আর তা দিলেন বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) আইনজীবী সঞ্জয় বসু। তিনি এদিন অর্থাৎ শুক্রবার জানিয়ে দিয়েছেন, তাঁর মক্কেল তথা ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনও বিশেষ উদ্দেশ্যে কোনও অসত্য খবর বা গুজব ছড়ানো হয়, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে বিরোধীদের অভিষেকের বিদেশযাত্রা নিয়ে শুরু করা অপপ্রচার ও কুৎসা এবং কিছু সংবাদমাধ্যমের তরফে ছড়িয়ে দেওয়া বিভ্রান্তিকর খবর। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের সম্মতি নিয়ে চোখের চিকিৎসা করাতে অভিষেক বন্দ্যোপাধ‌্যায় বিদেশ গিয়েছেন। কিন্তু সেই বিদেশ যাত্রা নিয়ে যে কুৎসিত ব‌্যক্তিগত আক্রমণ শুরু করেছে বিরোধীরা, এবার তার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে দিচ্ছে তৃণমূল।

আরও পড়ুন Signal বিভ্রাট শিয়ালদা-বনগাঁ শাখায়, দুর্ভোগে নিত্যযাত্রীরা

অভিষেকর আইনজীবী সঞ্জয় বসু এদিন জানিয়েছেন, ‘চিকিৎসার প্রয়োজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশযাত্রা। তাঁর বিদেশযাত্রার অধিকারে কোনও নিষেধাজ্ঞা থাকতে পারে না। এটি তাঁর মৌলিক অধিকার। প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েই তিনি রওনা হয়েছেন। এর আগেও চিকিৎসা-সহ বিভিন্ন প্রয়োজনে অনেকবারই বিদেশ গিয়েছেন তিনি। সর্বোপরি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাই কোর্ট বিভিন্ন সময়ে তাঁর বিদেশযাত্রার অধিকার স্বীকার করে নিয়েছে। এরপরেও যদি কেউ তাঁকে নিয়ে কোনও অসত্য খবর বা গুজব ছড়ায় বা কোনও বিশেষ উদ্দেশ্যে নিয়ে অপপ্রচার করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। উনি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টকে জানিয়েই বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন।’ উল্লেখ‌্য, দুর্ঘটনায় অভিষেকের বাঁ দিকের চোখের অপটিক্যাল লোব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। দুবাই ও আমেরিকার দু’জন বিশ্বখ‌্যাত বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর চোখের চিকিৎসা করছেন। চিকিৎসা করাতে তাঁকে তাই বিদেশে যেতেই হয়।

আরও পড়ুন মালদার পাকুয়াহাট কাণ্ডে ‘ক্লোজড’ ৪ পুলিশ আধিকারিক

অভিষেকের বিদেশযাত্রা নিয়ে অবশ্য গতকাল থেকেই বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা কড়া বার্তা দিতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকালই তৃণমূল কংগ্রেসের তরফে দলের রাজ‌্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) জানিয়ে দেন, ‘অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের বিদেশযাত্রা নিয়ে যে কুৎসিত ও ব‌্যক্তিগত আক্রমণ করছেন বিরোধীরা, তাতে সন্দেহ হচ্ছে তাঁদের বাড়ির কেউ কখনও অসুস্থ হননি। অভিষেক তো আইনসম্মতভাবে বিদেশ গেছেন। অথচ কুরুচিকর প্রচার চলছে। যা পদ্ধতি রয়েছে, তাতে সবদিক থেকেই দেখা যাচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিদেশযাত্রা নিয়ে কোনও পর্যবেক্ষণ বা রায় মহামান‌্য আদালত দেননি। অভিষেক কিন্তু চোখের পাওয়ার দেখাতে যাননি। ভয়ংকর দুর্ঘটনায় তাঁর চোখের মণির যে ধারণ ক্ষমতা চুরমার হয়ে গিয়েছিল তা নিয়ে একের পর এক অস্ত্রোপচার হয়েছে। কলকাতা থেকে সেই চিকিৎসা শুরু হয়। এখনও সম্পূর্ণ সুস্থ হননি বলেই তো বিদেশে গিয়েছেন। সেখানে বিশেষজ্ঞদের নিয়ে এর আগে একদফা অস্ত্রোপচার হয়েছে, চিকিৎসা শেষে নির্দিষ্ট সময় পরে দেশে ফিরে এসেছেন অভিষেক। এবারও চিকিৎসা শেষে স্বাভাবিকভাবে দেশে ফিরবেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

ভোট বড় দায়, বামেদের মুখে ঝামা ঘষে মমতার লক্ষ্মীর ভান্ডারের পাশে বৃন্দা

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

কেন এত সময় লাগছে? মানিকতলা উপনির্বাচন নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর