এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Signal বিভ্রাট শিয়ালদা-বনগাঁ শাখায়, দুর্ভোগে নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম কাজের দিন না হলেও শুক্রবার মোটেও ছুটির দিন নয়। অন্তত আজকে। তাই আর পাঁচটা দিনের মতোই নিত্যযাত্রীদের ভিড় রয়েছে শহরতলির কলকাতামুখী ট্রেনে। কিন্তু দিনের শুরুতেই হোঁচট খেয়েছে পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা ডিভিশনের বনগাঁ শাখার ট্রেন পরিষেবা। আর তার জেরে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে শিয়ালদা বনগাঁ শাখার(Sealday Bongna Section) নিত্যযাত্রীদের। শুক্রবার ভোরে বারাসত জংশন স্টেশন ও বামুনগাছি রেল স্টেশন এর মাঝে সিগন্যালের সমস্যার(Signaling Syatem) জন্য থমকে যায় ট্রেন পরিষেবা। ভোর ৫টা ১৫ মিনিট থেকে ডাউন ট্রেন চলাচল বন্ধ ছিল। বাতিল করা হয় ৫টা ৪০ মিনিটের দত্তপুকুর লোকাল। দীর্ঘক্ষণ সিগন্যালিং ব্যবস্থা বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। বনগাঁ শিয়ালদা লোকাল বামনগাছি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সকালের বারাসত বনগাঁ ও আপ দত্তপুকুর লোকাল বাতিল করা হয়। অফিস টাইমে ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়া চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা(Daily Passengers)।

আরও পড়ুন মোদির মন্ত্রীই ধরিয়ে দিল মোদির মিথ্যা ভাষণ

ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তির মুখে পড়ে ক্ষিপ্ত নিত্যযাত্রীরা বারাসত, বামনগাছি, দত্তপুকুর, হৃদয়পুর, মধ্যমগ্রাম সহ একাধিক স্টেশনে স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। সাত সকালে ট্রেন চলাচল বিপর্যয়ের ঘটনায় দুর্ভোগগ্রস্থরা বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। কলকাতামুখী অফিসযাত্রী এবং নিত্যযাত্রীরা দ্রুত গন্তব্যস্থলে পৌঁছতে বিকল্প সড়ক পথে বেরিয়ে পড়েন অনেকে। যদিও সকাল সাড়ে নটার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিক ভাবে জানা যায়, বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন। তার মধ্যেই দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে গালাগালি এবং মারধরের চেষ্টা করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। কিন্তু ট্রেনের অন্য যাত্রীরা পাল্টা ওই যুবককেই মারধর করেন বলে স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুন সেচ-কর মকুব করে কৃষকদের পাশে মমতার সরকার

ঝামেলার সূত্রপাত হতেই ওই ট্রেন চালক বার বার আরপিএফের(RPF) সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু স্থানীয় সূত্রে খবর, স্টেশনে আরপিএফ না থাকার কারণে পরিস্থিতি জটিল হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল পুলিশ। সকাল ৭টা নাগাদ আবার ট্রেন চলাচল শুরু হয়। তবে সব ট্রেনই এক ঘণ্টা মতো দেরিতে চলছে। বেশ কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। রেল সূত্রে খবর, পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। প্রতিদিন শিয়ালদহ বনগাঁ রুটে হাজার-হাজার যাত্রী যাতায়াত করেন। কলকাতার দিকে যেতে গেলে রেলপথই বনগাঁর দিক থেকে অন্যতম প্রধান ভরসা। কাজের দিনে সাতসকালে এই ট্রেন বিভ্রাটে ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢোকঢোল পেটানোই সার! প্রকাশ করা হল না রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ

মানিকতলা বিধানসভার উপনির্বাচন নিয়ে কাটল জট, কল্যাণ চৌবের মামলা প্রত্যাহারে অনুমতি হাইকোর্টের

সন্দেশখালিকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

‘বিচারব্যবস্থায় মেরুদণ্ড সোজা রাখা লোকজন রয়েছে বলে দেশটা বেঁচে রয়েছে’

সন্দেশখালিকাণ্ডে রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘মামলা তুললেই Murder হয়ে যাবি’, ভয়ে সিঁটিয়ে সন্দেশখালি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর