এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

এপ্রিলেই দিল্লি যাত্রা মমতার, নজরে বিরোধী জোট

নিজস্ব প্রতিনিধি: আগামী জুলাই মাসের দেশের রাষ্ট্রপতি এবং উপ–রাষ্ট্রপতি পদে রয়েছে নির্বাচন। বিজেপি(BJP) এখনও এমন অবস্থায় নেই যে তাঁরা একক ক্ষমতায় দেশের ওই দুই শীর্ষ পদে কাউকে জিতিয়ে নিয়ে চলে আসবে। তাঁদের আরও কিছু আঞ্চলিক দলের সমর্থন চাই। বিশেষ করে যে সব দল এনডিএ’র মধ্যে নেই তাঁদের সমর্থন এক্ষেত্রে প্রয়োজন বিজেপির। আর ঠিক এই রকম অবস্থাতেই আগামি এপ্রিল মাসে দিল্লি(New Delhi) যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। লক্ষ্য রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচনের আগে দেশজুড়ে বিজেপি বিরোধী জোট গড়ে তোলা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসে মুখ্যমন্ত্রীর নয়াদিল্লি যাওয়ার কথা ঠিক হলেও সেই সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও স্থির হয়নি।

দেশের রাজনীতিতে মোদি বিরোধী মুখ হিসাবে ক্রমেই উঠে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস বাদে দেশের একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দল চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে শক্তিশালী বিজেপি বিরোধী জোট তৈরি করতে। প্রয়োজনে বামেরাও যে সেই জোটকে সমর্থন করতে পারে সেই আশ্বাস তাঁরা আগেই দিয়ে রেখেছে। বাংলায় বামেরা তৃণমূলের বিরোধী হিসাবে অবস্থান নিলেও জাতীয় স্তরের রাজনীতিতে তাঁরা প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বা মোদি বিরোধী মুখ হিসাবে সমর্থন জানাতে পিছু পা হবেন না বলেই জানিয়ে দিয়েছেন। এই অবস্থায়, সকলের নজর এখন রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচনের দিকে। কেননা বিরোধী শিবির একজোট এককাট্টা হলে মোদি সরকারের পক্ষে নিজেদের পছন্দমতন কাউকে গায়ের জোরে এনে বসানো সম্ভব হবে না। কিন্তু বিরোধী ভোট ভাগ হয়ে গেলেই বিজেপির প্রার্থীরাও ওই দুই পদে কার্যত ওয়াকওভার পেয়ে যাবেন। মমতা সেটা একদমই চান না। আর সেটা তিনি চান না বলেই এপ্রিলে দিল্লি গিয়ে বিজেপি বিরোধী সর্বভারতীয় জোট গড়ে তোলার কাজ তিনি শুরু করে দেবেন বলেই মনে করা হচ্ছে।  

লক্ষ্যণীয় বিষয়, মোদি তথা বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব তথা মুখ হিসাবে মমতার গ্রহণযোগ্যতা যে ক্রমশই বেড়ে চলেছে সেটা ইতিমধ্যেই আরও একবার সামনে এসেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের(K C Rao) এক বার্তায়। রাও সরাসরি বার্তা পাঠিয়েছেন মমতাকে। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নির্বাচন করুন মমতা বন্দ্যোপাধ্যায়ই। বিজেপি বিরোধী লড়াইয়ের সেই প্রার্থীকে সমর্থন দেবে বিরোধী দলগুলি। সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জেডি(এস) নেতা এইচ ডি দেবেগৌড়া, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব(Akhilesh Yadav), আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেডির নবীন পট্টনায়েক চান না বিজেপি রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি পদে ওয়াকওভার পেয়ে যাক। এরা অনেকেই চাইছেন জাতীয় স্তরের রাজনীতিতে এখন সময় হয়েছে, অবিজেপি এবং অকংগ্রেসি দলগুলির জোট গঠন করার। সেই লক্ষ্যকে সামনে রেখে তৃণমূলের তরফেই ইতিমধ্যে ঘুঁটি সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

তবে এই বিষয়ে কিছুটা হলেও শৈত্যতা রয়েছে কেজরিওয়াল ও নবীন পট্টনায়কের দিক থেকে। কেননা দিল্লির পরে পঞ্জাবেও আম আদমি পার্টি সাফল্যের মুখ দেখার পরে এখন অরবিন্দ কেজরিওয়ালও প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসাবে উঠে এসেছেন। অন্যদিকে নবীন পট্টনায়ক জাতীয় স্তরের রাজনীতি নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতেই চান না। তিনি শুধু চান কেন্দ্রের সঙ্গে ওড়িশার মসৃণ সম্পর্ক। তবে কে সি আর, অখিলেশ, হেমন্ত, দেবগৌড়ারা একরকম মেনেই নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দেশের মধ্যে মোদি বিরোধী জোট কখনই সফলভাবে গড়ে উঠবে না। তাই তাঁরা চাইছেন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী বাছাই করে মোদিকে একটা ধাক্কা দিতে। আর সেই প্রার্থী নির্বাচনের দায়িত্ব তাঁরা দিতে চান মমতার কাঁধেই। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তাঁরা এখন বিরোধী জোটের সলতে পাকিয়ে নেওয়ার কাজটা শুরু করে দিতে চাইছেন।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রামের নামে আর চিঁড়ে ভিজছে না শিল্পাঞ্চলে, খাবি খাচ্ছে বিজেপি

ভূপতিনগর ও পটাশপুর থানার ওসি সহ পুরুলিয়ার এসপিকে সরাল কমিশন

বিধান ভবনে খাড়গের ছবিতে লেপে দেওয়া হল কালি, লেখা হল ‘টিএমসি দালাল’

বাংলার মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধি নিয়ে মুখে কুলুপ এঁটেছে মোদি সরকার

ভোট মিটলেই ১৩ হাজার অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের পথে রাজ্য সরকার

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর