এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আগামিকাল ৩ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ওই তালিকায় থাকছে উত্তরবঙ্গের অধিকাংশ পুরসভাই। ঠিক তার আগে আগামিকাল, অর্থাৎ সোমবার ৩ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তাঁর গন্তব্য কোচবিহার। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামিকাল কলকাতা থেকে বিমানযোগে বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে শিলিগুড়ি হয়ে কোচবিহার যাবেন তিনি। আগামিকালই তাঁর একটি প্রশাসনিক বৈঠক থাকছে কোচবিহার শহরে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে একটি প্রশাসনিক বৈঠক করতে পারেন। বুধবার তিনি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সেই অনুষ্ঠান শেষে বুধবারই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনন্ত মহারাজ গোষ্ঠীর ২৪ তম কেন্দ্রীয় অধিবেশন শুরু হবে। সেইসঙ্গে এবছর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী। তার জন্য ১৬ ফেব্রুয়ারি বুধবার সংগঠনের পক্ষ থেকে বড়সড় অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানের জন্য কোচবিহার-২ ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিদ্ধেশ্বরী এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ। তবে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি নবান্ন। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে গেলেও যেতে পারেন। কেননা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গত সপ্তাহেই অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। জেলাশাসক পবন কাদিয়ান এবং পুলিশ সুপার সুমিত কুমারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ নিজেও গ্রেটার কোচবিহারের নেতাদের সঙ্গে অনুষ্ঠান মঞ্চ প্রস্তুতির তদারকির কাজ করছেন। মুখ্যমন্ত্রীর সফরের  আগে প্রস্তুতি আরও খুঁটিয়ে দেখা বলে খবর।

উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে ৪০টিতেই রাজবংশী ভোটাররা রয়েছেন। এদের পৃথক কোচ রাজ্য গড়ে দেওয়ার ভুয়ো স্বপ্ন দেখিয়ে নিজেদের দিকে টেনে নিয়েছিল বিজেপি। তার জেরেই উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রেই ২০১৯ সালের ভোটে পরাস্ত হতে হয় তৃণমূলকে। সেই সময় উত্তরবঙ্গের ৭টি আসনেই জিতেছিল বিজেপি। কিন্তু এরপর সময় যতই গড়িয়েছে ততই রাজবংশীরা বুঝতে পেরেছেন বিজেপি তাঁদের নিছক ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবকার করছে। তার জেরেই বিজেপি থেকে ধীরে ধীরে মুখ ঘোরাতে শুরু করেছেন রাজবংশীরা। তার জেরেই একুশের বিধানসভা নির্বাচনে আবারও উত্তরবঙ্গে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। রাজবংশীদের দুটি গোষ্ঠী রয়েছে। একটি গোষ্ঠীর মাথা বংশীবদম বর্মণ, অন্যটির মাথা অনন্ত মহারাজ। বিজেপি এদের দুইজনকেই কাছে টেনে নিয়েছিল। তার জেরেই রাজবংশী ভোট চলে গিয়েছিল বিজেপির পকেটে। কিন্তু পরে বংশীবদন বর্মণের সঙ্গে তৃণমূল ও রাজ্য সরকারের সুসম্পর্ক তৈরি হয়। এবার পালা অনন্ত মহারাজের। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী ১৬ তারিখের অনুষ্ঠানে যোগ দিলে তা হবে বিজেপির কাছে বড় ধাক্কা। কেননা সেই অনুষ্ঠান থেকেই অনন্ত মহারাজের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়ে যেতে পারে তৃণমূল ও রাজ্য সরকারের। তার জেরে ২০২৪ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফলের আশা রাখতেই পারে তৃণমূল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট মিটলেই ১৩ হাজার অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের পথে রাজ্য সরকার

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

ভোট বড় দায়, বামেদের মুখে ঝামা ঘষে মমতার লক্ষ্মীর ভান্ডারের পাশে বৃন্দা

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর