এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গাজোলে বৃহৎ ও পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়বে মমতার সরকার

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের হাত ধরে রাজ্যে তৈরি হতে চলেছে আরও একটি বৃহৎ ও পূর্ণাঙ্গ বিমানবন্দর(Airport)। মুখ্যমন্ত্রীর এই সংক্রান্ত নির্দেশে তোড়জোড় শুরু হয়েছে নবান্নের অন্দরে। সেই বিমানবন্দর গড়ে উঠতে চলেছে মালদার(Malda) গাজোলে(Gajole)। সেখানে ৫০০ একর জমিতে গড়ে উঠবে প্রস্তাবিত এই বিমানবন্দর। প্রস্তাবিত ওই নয়া বিমানবন্দরে প্রায় ২০০০ মিটার দৈর্ঘ্যের রানওয়ে তৈরির পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ বড়সড় বিমান অনায়াসে সেখানে ওঠানামা করতে পারবে। প্রশাসনিক সূত্রে খবর, বিমানবন্দর তৈরি নিয়ে মে মাসের শেষ দিকে বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তারপর গাজোলে সংশ্লিষ্ট খাস জমিতে সমীক্ষা চালিয়ে প্রস্তাবিত বিমানবন্দরের নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যস্তরের আধিকারিকদের তত্ত্বাবধানে সেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন। জমি সংক্রান্ত সামগ্রিক রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের ২৪ বাসিন্দার মৃত্যু

মালদা জেলার সদর শহর ইংরেজবাজারে এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পাশাপাশি দু’টি বিমানবন্দর থাকা সত্ত্বেও কেন গাজোলে আরও একটি এয়ারপোর্ট তৈরি করতে চাইছে সরকার? কারণ, ইংরেজবাজার ও বালুরঘাট বিমানবন্দরের পরিসর বেশ ছোট। এই দু’টি জায়গায় খুব বেশি হলে ২০ আসনের বিমান ওঠানামা করতে পারে। তাছাড়া, দু’টি বিমানবন্দরই ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় সম্প্রসারণের জন্য পর্যাপ্ত জমি পাওয়াও কার্যত অসম্ভব। সেই কারণে এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই এলাকায় বৃহৎ বিমানবন্দর গড়ে উঠলে তা বাণিজ্যিকভাবে কতটা সফল হবে, তা বুঝতেও একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষার রিপোর্টেই উঠে এসেছে যে মালদা জেলার অবস্থান উত্তরবঙ্গের দক্ষিণদিকে এবং যার খুব কাছেই রয়েছে দক্ষিণবঙ্গ। আছে ২টি প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ড। আছে প্রতিবেশী দেশ বাংলাদেশও। একই সঙ্গে এই জেলায় শিল্পে বিনিয়োগের হারও বর্তমানে ঊর্ধ্বমুখী। প্রস্তাবিত বিমানবন্দরটি তাই বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।

আরও পড়ুন এবার কলকাতা পুলিশের কনস্টেবলরাও হতে পারেন Armed ASI

মালদার গাজোলের বুকে এই নয়া বিমানবন্দর নির্মাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেমন একদিকে কেন্দ্রের নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের সঙ্গে আলোচনা করেছে তেমনি দেশের বিমানবন্দরগুলির নিয়ন্ত্রক সংস্থা Airports Authority of India বা AAI’র সঙ্গেও প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন রাজ্যের আধিকারিকরা। বিশেষজ্ঞদের মতে, গাজোলে বিমানবন্দর তৈরি হলে কলকাতা, বাগডোগরা, অণ্ডালের পর রাজ্য পাবে আরও একটি পূর্ণাঙ্গ এয়ারপোর্ট। এছাড়া, পুরুলিয়ার ছররা বিমানবন্দরের সম্প্রসারণ করা হবে বলে জানা গিয়েছে। রাজ্যকে শিল্পে এক নম্বর করার জন্য উন্নত বিমান যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ বলে বারবার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোল বিমানবন্দরের পরিষেবা শুরু হলে সেই চাহিদা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর