এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘আমি INDIA জোটে আছি’, তারপরেও বাম-কংগ্রেসের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের সময় ‘পশ্চিমবঙ্গ দিবস’(Paschim Banga Dibas) নিয়ে আলোচনার জন্য নবান্নে(Nabanna) সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এর পাশাপাশি বাংলার জন্য একটি রাজ্য সঙ্গীত আনার চিন্তাভাবনাও চলছে। এসব নিয়েই প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে এদিন বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী। তাতে প্রধান বিরোধী দল বিজেপি ছাড়াও ডাক পেয়েছিল সিপিএম-কংগ্রেসও। তবে এই বৈঠকে যোগ দেয়নি কোনও দলই। আর তা নিয়েই এদিন বৈঠকের শুরুতেই নিজের ক্ষোভের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে কংগ্রেস ও বামেদের নিয়ে তিনি ক্ষোভ জানান। কেননা তৃণমূলের পাশাপাশি তাঁরাও(Left and INC) দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA-তে আছেন।

এদিন বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভের কথা জানিয়ে বলেন, ‘কোন দিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা যায়, তা ঠিক করতে আজ বৈঠক ডেকেছি। খোলামেলা আলোচনার জন্য এই বৈঠক। ২০ জুন নাকি বাংলার প্রতিষ্ঠাদিবস! আমি তো জীবনে শুনিনি। আপনারা কেউ শুনে থাকলে বলবেন। আমরা চাইছি, এই দিনটা হবে না। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে প্রতিবাদপত্র লিখেছি। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কেন তৎপরতা? অতি উৎসাহ কেন? অতি উৎসাহটা এই কারণে, সময়ে যদি আপনি প্রতিবাদটা না করেন, তাহলে কিন্তু এই বেআইনি জিনিসটাই আইনত হয়ে যাব। এটাই স্থায়ী হয়ে যাবে। বৈঠকে সিপিএম-সিপিআই কেন এল না? কংগ্রেস ও সিপিএমের বৈঠকে যোগ না দেওয়াটা দুঃখজনক। আমি INDIA জোটে আছি এবং সব ব্যাপারে যাই। আমি কিন্তু কারও বিরুদ্ধে একটা কথাও বলি না। তবুও পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদল বৈঠকে নেই কংগ্রেস ও বামেরা।’

উল্লেখ্য, কেন্দ্রের নির্দেশিকা মেনে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনে। সেই প্রসঙ্গে এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপির বক্তব্য হচ্ছে, ওনারা যে ডেটটা ঠিক করলেন, ক’দিন আগে পালন করলেন। আমরা জীবনে শুনিনি। ২০ জুন, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পর্যন্ত নির্দেশিকা জারি করেছে। আমাদের জানাইনি। এখন বাংলার ব্যাপার, বাংলা জানবে না। তড়িঘড়ি এই জন্যই তো করতে হয়েছে।’ কার্যত এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, তিনি বা তাঁর দল বাংলার ভালমন্দ নিয়ে যা ভাবেন বা করেন তার ছিঁটেফোঁটাও করে না বা ভাবে না বামেরা ও কংগ্রেস। তাঁদের পছন্দ শুধু অন্ধ মমতা বিরোধিতা। তাতে বাংলা যদি রসাতলেও যায় তাতেও তাঁদের কোনও আপত্তি নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট পঞ্চমীতে গড় দখলে রাখার লড়াই তৃণমূল-বিজেপির

বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে, শুক্রবারের মধ্যে নিম্নচাপ অতি শক্তিশালী হবে

রামের নামে আর চিঁড়ে ভিজছে না শিল্পাঞ্চলে, খাবি খাচ্ছে বিজেপি

ভূপতিনগর ও পটাশপুর থানার ওসি সহ পুরুলিয়ার এসপিকে সরাল কমিশন

বিধান ভবনে খাড়গের ছবিতে লেপে দেওয়া হল কালি, লেখা হল ‘টিএমসি দালাল’

বাংলার মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধি নিয়ে মুখে কুলুপ এঁটেছে মোদি সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর