এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ধর্ষণ মামলায় নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে চার্জশিট

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) মুখে অস্বস্তিতে বাংলার বুকে ISF’র একমাত্র বিধায়ক(MLA) নওসাদ সিদ্দিকি(Nowsad Siddiqui)। কেননা এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ সংক্রান্ত মামলায় পুলিশ নওসাদের বিরদ্ধে ১৭০ পাতার চার্জশিট(Charge Sheet on Rape Case) জমা দিয়েছে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে। গত বছর অর্থাৎ ২০২৩’র জুলাই মাসে এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ধর্ষণের মামলাটি দায়ের করে। সেই ঘটনার জেরে নওসাদ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। গ্রেফতারি এড়াতে চেয়েছিলেন রক্ষাকবচও। সেই আর্জি মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। তবে সঙ্গে শর্ত দিয়েছিল পুলিশ আদালতের নির্দেশ ভিন্ন নওসাদকে গ্রেফতার না করতে পারলেও, তদন্তের স্বার্থে নওসাদকেও সহযোগিতা করতে হবে পুলিশের সঙ্গে।  

এই মামলায় অভিযোগকারিণী ব্যাঙ্কশাল আদালতের একজন বিচারকের কাছে গোপন জবানবন্দি পেশ করেন। সেই জবানবন্দি কার্যত নওসাদের বিরুদ্ধে মামলার চার্জশিট গঠনে অত্যন্ত সহায়ক হয়ে ওঠে। যদিও নওসাদের আইনজীবী ইয়াসিন রহমানের দাবি, ‘রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই আমার মক্কেলকে অহেতুক মিথ্যা মামলায় জড়িয়েছে পুলিস।’ অন্যদিকে সরকারি আইনজীবীর দাবি, অভিযুক্তকে নোটিস করে তাঁর হাতে শীঘ্রই ওই আইনি নথির কপি তুলে দেওয়া হবে। তবে এই চার্জশিট দেওয়ার ঘটনায় লোকসভা নির্বাচনের মুখে বড়সড় অস্বস্তিতে পড়ে গেলেন নওসাদ।

কেননা এই মামলার কথা তাঁকে তুলে ধরতে হবে নির্বাচনী মনোনয়ন দাখিল করার সময়। নওসাদ নিজেই জানিয়েছিলেন, দল চাইলে তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। যদি তিনি সত্যিই সেখানে প্রার্থী হন তাহলে মনোনয়ন দাখিলের সময় তাঁকে এই ধর্ষণ মামলার ঘটনা তুলে ধরতে হবে। সন্দেহ নেই এই ঘটনা নওসাদের লড়াইকে অনেকটাই কঠিন করে দিল, তাঁর ভাবমূর্তিতেও ধাক্কা দিল।

ঘটনা হচ্ছে, নওসাদ বাংলার রাজনীতিতে কার্যত একা হয়ে পড়ছেন ক্রমশ। একুশের বিধানসভা নির্বাচনের সময়ে তাঁর দল ISF জোট করেছিল বামেদের সঙ্গে। কংগ্রেস বামেদের সঙ্গে জোট গড়লেও ISF’র সঙ্গে বামদের জোট মেনে নেয়নি। বামেরা নিজেদের ভাগের আসন থেকেই ISF-কে আসন ছেড়েছিল। সেই সূত্রেউ দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় থেকে ISF’র প্রার্থী হন নওসাদ। ভোটে জিতে রাজ্য বিধানসভায় দলের খাতাও খোলেন। যদিও পরে রাজ্য বিধানসভার অধ্যক্ষ জানান, নওসাদ ISF বিধায়ক নন। বিধানসভার খাতায় নওশাদ সিদ্দিকির পার্টির রেজিস্ট্রশেন রয়েছে মজলিস পার্টি বলে। জাতীয় নির্বাচন কমিশনও মজলিস পার্টির নামেই নওশাদ সিদ্দিকির দলকে স্বীকৃতি দিয়েছে। ওই পার্টির নামেই বিজয়ী সার্টিফিকেটও পেয়েছেন তিনি। তাহলে ISF পার্টির অস্তিত্ব কি? বিধানসভায় ISF পার্টির কোনও অস্তিত্বই নেই।

মজার কথা ধর্ষণ মামলায় নওসাদের হয়ে বামেদের কেউ কোনও সাওয়াল করেনি। একবারের জন্যও কোনও বামনেতা নওসাদের হয়ে প্রকাশ্যে মুখ খোলেনি। নওসাদ আপ্রাণ ভাবে চেয়েছিলেন দেশের তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA-তে সামিল হওয়ার। কিন্তু বামেরা সেই ইস্যুতে তাঁর পাশে দাঁড়ায়নি। আগ্রহ দেখায়নি কংগ্রেসও। উল্টে এখন কংগ্রেসের তরফে বামেদের জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের সঙ্গে ২৪’র ভোটে আসন সমঝোতা না হলে বামেদের সঙ্গে সেই সমঝোতা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে বামেদেরই ISF’র হাত ছাড়তে হবে। যার অর্থ নওসাদকে বন্ধু বলে মনেই করছে না কংগ্রেস। বামেরা নওসাদকে বিসর্জন দিয়ে এগিয়ে গিয়ে কংগ্রেসের হাত ধরলে, সন্দেহ নেই লোকসভা নির্বাচনে বিজেপি ভিন্ন আর কোনও বন্ধুই নওসাদের পাশে থাকবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, প্রথম চন্দ্রচূড় সেন

রাত পোহালেই মাধ্যমিকের ফল ! কীভাবে জানবেন রেজাল্ট

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বন্ধ লেজার লাইট

তীব্র গরমে বাড়ছে লোডশেডিং, নাজেহাল অবস্থা আমজনতার

‘মানুষ ঠিক করে নিন, কে প্রকৃত প্রার্থী’, কুণালের মন্তব্যে নয়া বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর