এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

উনিশের ভোটে জেতার মূলে ভিভিপ্যাট কারচুপি, অস্বীকার কমিশনের

নিজস্ব প্রতিনিধি: দেশের নির্বাচনী ব্যবস্থায় ইভিএমের(EVM), মাধ্যমে ভোটগ্রহণের পালা শুরু হওয়ার পর থেকেই দেশজুড়েই নিয়মিত মেশিনে কারচুপির মাধ্যমে জেতার অভিযোগ উঠে চলেছে। পশ্চিমের দেশগুলি মেনে নিয়েছে যে ইভিএমে কারচুপি করে ভোটে জেতা যায়। তাই তাঁরা ইভিএম পরিত্যাগ করে আবারও পোস্ট্যাল ব্যালটে ফিরে এসেছে। যদিও ভারতে জাতীয় নির্বাচন কমিশন(Election Commission of India) এই ধরনের অভিযোগকে কোনওদিনই মান্যতা দেয়নি। তাঁরা চিরকাল জোর গলায় বলে এসেছে ইভিএমে কারচুপি সম্ভব নয়। এর থেকেও মজার কথা যে যখন কোনও নির্বাচনে কোনও দল হেরে গিয়ে ইভিএমে কারচুপির অভিযোগ তোলে তাঁরাই আবার পরের নির্বাচনে ভোটে জিতে ইভিএম নিয়ে অভিযোগ তুলতে ভুলে যায়। এভাবেই চলছে আমাদের দেশে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের পালা। কিন্তু এবার সামনে এসেছে অন্যরকমের অভিযোগ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে(General Election 2019) বিজেপির(BJP) জেতার মূলে নাকি কাজ করেছে ভিভিপ্যাটের কারচুপি।

আরও পড়ুন অভিষেকের নয়া কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’, গোপন ব্যালটে ঠিক করা হবে প্রার্থী

ঠিক কী হয়েছে? সম্প্রতি প্রায় সাড়ে ছ’ লক্ষ ভিভিপ্যাট মেশিন সারাইয়ের জন্য পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, এখন সারাতে পাঠানো হলেও খারাপ ভিভিপ্যাট মেশিনে কী করে ভোট হয়ে গেল? কেনই বা নির্বাচন কমিশন আগেই কোনও ব্যবস্থা নেয়নি? এর থেকেও বড় যে অভিযোগ উঠেছে তা হল, ২০১৯ সালে লোকসভায় যে ভোট হয়েছে, সেখানে ভোটিং মেশিনের অঙ্গ ভিভিপ্যাট মেশিন খারাপ ছিল। মোট ১৭.৪ লক্ষ ইভিএম ব্য‌বহার হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ছ’ লক্ষ ভিভিপ্যাট মেশিন খারাপ ছিল। সেগুলিকেই এখন সারাইয়ের জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ খারাপ ভিভিপ্যাটের মাধ্যমে ভোট করানো হয়েছে যাতে আমজনতা বুঝতে না পারেন তাঁর দেওয়া ভোট তাঁর পছন্দ মতো প্রার্থীর পক্ষে জমা না হয়ে অন্য কারও পক্ষে জমা হয়েছে। যদিও জাতীয় নির্বাচন কমিশন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাঁদের সাফ জবাব এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। কারচুপি কোথাও কিছু হয়নি। সবটাই মনগড়া অভিযোগ। যদিও বিতর্ক থামছে না।

আরও পড়ুন ‘ভারত জোড়ো যাত্রা’ নয় অভিষেকের নব জোয়ার কর্মসূচি

EVM বা Electronic Voting Machine’র ৩টি অংশ থাকে। প্রথমটি হচ্ছে BU বা Ballot Unit। এখানেই থাকে প্রার্থীদের নাম, দলীয় প্রতীক, বোতাম। এটিতেই নিজেদের মতামত জানান ভোটাররা। দ্বিতীয় অংশ হল VVPAT বা Voter Verified Paper Audit Trail যা লাগানো থাকে BU বা Ballot Unit’র সঙ্গে। ভোটার যাঁকে ভোট দিলেন, তা সঠিক জায়গায় গেল কি না, তা ওই মেশিন নির্গত একটি কাগজের স্লিপে দেখা যায়। একমাত্র ভোটারই তা দেখতে পারেন। EVM বা Electronic Voting Machine’র তৃতীয় ও সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হল CU বা Control Unit। এখানেই ভোটারদের মতামত সংরক্ষণ হয়। এই CU বা Control Unit’ই গণনার দিন সিল খুলে গোনা হয়। এখন যে অভিযোগ উঠেছে তা হল উনিশের ভোটে ইচ্ছাকৃত ভাবে সাড়ে ছ’ লক্ষ VVPAT ব্যবহার করা হয়েছিল। ফলে প্রকৃত ফল CU বা Control Unit-এ সংরক্ষণ হয়েছিল কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। দেশের বিজেপি বিরোধী সব কটি রাজনৈতিক দলই এই প্রশ্ন তুলেছে জাতীয় নির্বাচন কমিশনের সামনে।

আরও পড়ুন অভিষেকের নয়া কর্মসূচি ঘোষণার পর বদলে গেল তৃণমূলের সোশ্যাল সাইটের ডিপি

যেমন তৃণমূলের(TMC) রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়ের দাবি, ‘২০১৯ সালে যে নিঁখুত ফলাফলই প্রকাশ হয়েছে, তার গ্যারান্টি কোথায়? খারাপ ভিভিপ্যাট মেশিন ব্যবহার কি নির্বাচন কমিশনের অজ্ঞানতায়, নাকি জেনেবুঝে? এ ব্যাপারে নির্বাচন কমিশনকে উত্তর দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশেই জনগণের সন্দেহ দূর করতে ভিভিপ্যাট মেশিন ইভিএমে যুক্ত হয়েছে। গণনায় ৫ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়েও দেখা হয়। ফলে সুপ্রিম কোর্ট এখন স্বতঃপ্রণোদিত হয়ে খারাপ মেশিনের অভিযোগে কমিশনের জবাব তলব করুক। এখন থেকে ১০০ শতাংশই ভিভিপ্যাট স্লিপ গোনা হোক।’ আবার কংগ্রেসের মুখপাত্র তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর হুডার দাবি, ‘ভোটযন্ত্রে তো গড়বড় হয়ই। তাই ভিভিপ্যাট মেশিন খারাপের অভিযোগ কিন্তু মারাত্মক। কমিশন জবাব দিক।’ যদিও কমিশন জানিয়েছে, মোটেই সাড়ে ছ’ লক্ষ ভিভিপ্যাট মেশিন খারাপ। ৩.৪৩ লক্ষ মেশিন ‘প্রিভেনটিভ মেন্টেনেন্স’র জন্য পাঠানো হয়েছে। ২.৪৩ লক্ষ আপগ্রেড করা হচ্ছে। তবে ভিভিপ্যাট মেশিনের জন্য প্রকৃত গণনায় কোনও ফারাক পড়ে না। বিইউয়ের ভোট সোজা সিইউতেই জমা হয়। ভিভিপ্যাটে খারাপ হলে স্রেফ ভোটদানের সময় কাগজের স্লিপ বেরতে সামান্য দেরি হতে পারে। তার বেশি কিছু নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর