এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

স্টেশনের আধুনিকীকরণে ভোট আসবে কী, প্রশ্ন বিজেপিরই অন্দরে

নিজস্ব প্রতিনিধি: দেশের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi?) সরকার দেশের মোট ৫০৮টি রেলস্টেশনে আধুনিকীকরণের লক্ষ্যে ‘অমৃত ভারত স্টেশন’(Amrit Bharat Station) প্রকল্পে হাত দিয়েছে। সেই ৫০৮টি স্টেশনের মধ্যে বাংলায়(Bengal) রয়েছে ৩৭টি স্টেশন। এই ৩৭টি স্টেশনের আধুনিকীকরণের জন্য বরাদ্দ হয়েছে ১৫০৩ কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র আসানসোল স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে ৪৩১ কোটি টাকা। এর পরই রয়েছে বর্ধমান, বরাদ্দ ৬৪.২ কোটি টাকা। শিয়ালদার জন্য বরাদ্দ হয়েছে মাত্র ২৭ কোটি টাকা। কিন্তু এখন বঙ্গ বিজেপির(BJP) অন্দরেই প্রশ্ন উঠে গিয়েছে, এত কোটি কোটি টাকা খরচ করে স্টেশনের উন্নয়ন ঘটালেও আমজনতার সমস্যার কোনও সুরাহা হবে না। না জুটবে চাকরি না কমবে জিনিসপত্রের দাম। না মিলবে ১০০ দিনের কাজ না মিলবে তার বকেয়া টাকা। আর এই সব সমস্যা না মিললে ২৪’র ভোটে(General Election 2024) আমজনতার সমর্থন মিলবে কীভাবে? আদৌ কী ভোট পাওয়া যাবে?

আরও পড়ুন ৬ বছরে খরচ ৯০০০ কোটি, পরিষেবায় উপকৃত ৬০ লক্ষ, রেকর্ড মমতার স্বাস্থ্যসাথীর

গতকাল অর্থাৎ রবিবার ‘অমৃত ভারত’ প্রকল্পের উদ্বোধন করে অনেক গাল ভরা গপ্পো শুনিয়েছেন। যদিও তাতে আমজনতার পেট ভরেনি। আর সেখানেই প্রশ্ন উঠেছে বঙ্গ বিজেপির অন্দরে। স্টেশনের আধুনিকীকরণ করে ২৪’র যুদ্ধে কত ভোট পাওয়া যাবে? এর থেকে তো ভাল ছিল বাংলার ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে দেওয়া। আবাস যোজনার টাকা মিটিয়ে দেওয়া। তা না করে স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে। এতে আমজনতার সমর্থন কতখানি মিলবে? কয়জন ভোট দেবে বিজেপিকে? সব থেকে বড় কথা, মোদি বোধহয় ভুলেই গিয়েছেন এই বাংলারই একটি মেয়ে একাধিক দফায় রেলমন্ত্রক সামলে এসেছেন। যে সব স্টেশন এখন ‘অমৃত ভারত’ প্রকল্পে আধুনিকীকরণ করা হচ্ছে সেই সব তো রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা ‘আদর্শ স্টেশন’ স্কিমের নয়া রূপ! তাহলে আর নতুন কী হল? এ তো নতুন বোতলে ভরে পুরাতন মদ বিক্রির সামিল। বাংলার মানুষ কী এতই বোকা যে এই প্রকল্প দেখিয়ে মোদি বাংলা থেকে ভোট নিয়ে চলে যাবেন দিল্লিতে তৃতীয় দফার সরকার গড়তে? প্রশ্ন বিজেপিতে।

আরও পড়ুন মমতার বাংলায় এবার আত্মনির্ভর পঞ্চায়েত, নজরে আর্থিক স্বনির্ভরতা

বস্তুত সঙ্ঘ পরিবারের একাংশের অভিমত বাংলায় উনিশের ভোটে যে ১৮টি আসন এসেছিল তার সবকটিই ২৪’র ভোট যুদ্ধে চূড়ান্ত ভাবে অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা উনিশ ও একুশের ভোটে বাংলার মাটিতে বিজেপি এযাবৎকাল পর্যন্ত যে সর্বোচ্চ সাফল্যের মুখ দেখেছিল যে ভোটব্যাঙ্কের ওপর ভর দিয়ে সেই ভোটব্যাঙ্কই এখন তাঁদের হাতছাড়া হয়ে যাচ্ছে। পাহাড়ের ভোট, মতুয়া ভোট, রাজবংশী ভোট, আদিবাসী ভোট এবং বামপন্থী ভোট এখন বিজেপির হাতছাড়া। কার্যত একুশের নির্বাচনের পরবর্তীকালে বাংলায় যত নির্বাচন হয়েছে সেই সব নির্বাচনের নির্যাস এটাই বলে দিচ্ছে বিজেপি এখন বাংলায় ক্ষয়িষ্ণু শক্তি। ২৪’র যুদ্ধে সেখানে ১টি আসনও আসবে কিনা সন্দেহ। সেখানে ড্যামেজ কন্ট্রোল না করে স্টেশনের আধুনিকীকরণ করে কী হবে? মানুষের খিদে মেটাবার অন্নের সংস্থান না করে ঝাঁ চকচকে স্টেশন গড়ে কী লাভ হবে? কার্যত বিজেপির নীচুতলার নেতাকর্মী থেকে সমর্থকদের এখন এটাই প্রশ্ন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তৃণমূলের নিস্ক্রিয় কর্মীদের সক্রিয় করতে উদ্যোগী সুব্রত বক্সী

১৫ মে’ র পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে অস্বস্তিকর গরম

‘মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই’, সংখ্যালঘুদের পাশে মমতা

শ্লীলতাহানি  কাণ্ডে রাজভবনের আরও ৪ কর্মীকে তলব লালবাজারের

‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটুসাহেব’, আবারও বোসকে নিশানা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর