এই মুহূর্তে




রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফের শুরু হচ্ছে দূরশিক্ষার কোর্স




নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে(Rabindra Bharati University) ফের শুরু হচ্ছে দূরশিক্ষার(Distance Education) মাধ্যমে পঠনপাঠনের প্রক্রিয়া। আগে এই বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার মাধ্যমে পঠনপাঠনের সুযোগ পেত উচ্চশিক্ষার পড়ুয়ারা। পরে সেই সুযোগ রদ করে ইউজিসি(UGC)। এখন নতুন করে সেই প্রক্রিয়া আবারও শুরু করার অনুমোদন দিয়েছে ইউজিসি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া সমস্থ শর্ত পূরণ করতে পারায় আবারও দূরশিক্ষার পঠনপাঠন শুরু করার অনুমোদন পেয়ে গেল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সেই কারণেই খুব শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার বেশ কিছু কোর্সে ভর্তির প্রক্রিয়া(Admission) শুরু হতে চলেছে যা আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ হবে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী জানিয়েছেন, ‘ইউজিসি’র যাবতীয় শর্ত পূরণ করেছে আমাদের বিশ্ববিদ্যলয়। তাই ইউজিসির নির্দেশ অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে দূরশিক্ষা বিভাগে ভর্তির প্রক্রিয়া শেষ করা হবে। ইউজিসির বেসিক পে বেতন মেনেই শিক্ষকদের বেতন দেওয়া হবে। মাস শেষে শিক্ষকেরা প্রায় ৫৭ হাজার টাকার মতো বেতন পাবেন। তাই বেতনের কারণে শিক্ষকেরা আর বিশ্ববিদ্যালয় ছাড়বেন না এটা নিশ্চিত। সব দিক ঠিক রেখেই পূর্ণ দমে শুরু হচ্ছে দূরশিক্ষার মাধ্যমে পঠনপাঠনের কাজ।’ উল্লেখ্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে চলতি বছরের জুলাই মাস নাগাদ বেশ কিছু বিষয়ে পড়াশোনা শুরু করার ছাড়পত্র দিয়ে দিয়েছিল ইউজিসি। বাংলা, কণ্ঠসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত,পরিবেশ বিজ্ঞান মিলিয়ে মোট ৬টি বিষয়ে ছাড়পত্র মিলেছিল। এবার অন্যান্য বিষয়গুলির ছাড়পত্র মেলাতে পূর্ণ দমে চালু হয়ে যাচ্ছে দূরশিক্ষার মাধ্যমে পঠনপাঠনের কাজ।

ইউজিসির অনুমোদন অনুযায়ী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ২০২২- ২৩ শিক্ষাবর্ষে বেশ কিছু চাহিদা সম্পন্ন বিষয় নিয়ে পড়ুয়ারা ভর্তি হতে পারবে। ইংরাজি, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই সব বিষয়গুলিতে ভর্তি হওয়া যাবে। দূরশিক্ষার ডিগ্রি সাধারণ শিক্ষার ডিগ্রির মতো সমান মর্যাদা পেয়েছে কয়েক দশক আগেই। এতে দূরশিক্ষা নিয়ে পড়ার আগ্রহও বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। কিছু বছর আগেও রবীন্দ্রভারতীতে ১২০০০ রেও বেশি শিক্ষার্থীরা ভর্তি হতেন দূরশিক্ষার মাধ্যমে পঠনপাঠন করতে। দূরশিক্ষার মাধ্যমে পঠনপাঠনের জন্য সারা রাজ্যে মোট ৩৫টি স্টাডি সেন্টার(Study Center) রয়েছে রবীন্দ্রভারতীর। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সহকারি শিক্ষকেরা সরকারি চাকরি পাওয়াতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা কমতে শুরু করে একসময়। ফলস্বরূপ শিক্ষকের অভাবে বিশ্ববিদ্যালয়য়ে পড়াশোনার ক্ষতি হতে থাকে। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় ছাড়তে শুরু করে শিক্ষার্থীরাও। একটা সময় বিশ্বভারতী থেকে দূরশিক্ষার কোর্স তুলে দেওয়া হয় ইউজিসি থেকে। এবার সেই সুযোগই আবারও ফিরে এল রবীন্দ্রভারতীতে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার সন্ধ্যায় নবান্ন’র সভাঘরে মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক

১০ বছরে সিবিআই ব্যর্থতা নিয়ে সরব অভিষেক, দিলেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ

বৈঠকে বসতে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠাল জুনিয়র চিকিৎসকেরা

ফের আক্রান্ত পুলিশ, বিশ্বকর্মা পুজোর রাতে ট্র্যাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর

মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ

‘কর্মবিরতি চলবে’, দীর্ঘ ‘নাটক’ শেষে ঘোষণা আন্দোলনকারী চিকি‍ৎসকদের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর