এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

একডালিয়া রোডেরই নামকরণ হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামে, দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কলকাতা পুরনিগমের ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় কলকাতা পুরনিগমে প্রস্তাব রাখেন যাতে কলকাতার একটি রাস্তার নাম রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে যাতে করা হয়। সেই প্রস্তাব গৃহীত হয়েছে কলকাতা পুরনিগমে। মেয়র ফিরহাদ হাকিম নিজেই জানিয়েছেন, সুদর্শনা নিজেই জানাক কোন রাস্তার নাম সুব্রতবাবুর নামে করা যেতে পারে। এখন গড়িয়াহাটের একডালিয়া রোডের বাসিন্দা ও একডালিয়া এভারগ্রিন ক্লাবের সদস্যরা চাইছেন একডালিয়া রোডের নতুন নামকরণ করা হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামে। একই সঙ্গে কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই সুব্রতবাবুর নামে তাঁরা একটি সংগ্রহশালা নির্মাণ করতে চান একডালিয়া ক্লাবের আশেপাশেই। কেননা ওই ক্লাবের বিপরীতেই সুব্রতবাবুর বাড়ি। 

একডালিয়া রোডের নামকরণ সুব্রতবাবুর নামে করার যে দাবি সেখানকার বাসিন্দারা তুলেছেন সেই দাবিকে সমর্থন জানিয়েছেন একডালিয়া ক্লাবের সদস্যরাও। এই বিষয়ে একডালিয়া ক্লাবের সদস্য তথা সেখানকার কোষাধক্ষ্য স্বপন মহাপাত্র জানিয়েছেন, ‘একডালিয়া আর সুব্রত মুখোপাধ্যায় সমার্থক শব্দ। তাঁকে বাদ দিয়ে একডালিয়া ভাবা যায় না। একডালিয়াতে উনি আসেন ১৯৭১ সালে। দীর্ঘ ৫০ বছর ধরে উনি এখানে থেকেছেন। সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট রোড, একডালিয়া রোড জুড়ে তিনি বিভিন্ন সময় থেকেছেন৷ এই রাস্তা বর্তমানে একডালিয়া রোড নামে পরিচিত। এখন পুরনিগম দেখুক কোন রাস্তা তাঁরা সুব্রতবাবুর নামে নামকরণ করবেন। তবে আমরা চাই একডালিয়া রোডের নামকরণ করা হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামেই। আর সংগ্রহশালা করার জন্যে আমরা আমাদের ক্লাবের একটা অংশ দিতে পারি। এই ক্লাবের সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের একাধিক স্মৃতি জড়িয়ে আছে৷ তাই এখানে সংগ্রহশালা করতে চাইলে স্বাগত।’

যদিও এই দাবি ও মতের সঙ্গে কিছুটা হলেও ভিন্ন মত পোষণ করেছেন সুদর্শনা। তাঁর বক্তব্য, ‘পুরসভার তরফ থেকে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এটা ঠিক যে স্থানীয়রা চাইছেন একডালিয়া রোডের নাম হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামে। সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এর পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত অন্যান্য রাস্তার নামও বিকল্প হিসেবে ভেবে রাখা হচ্ছে৷’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওয়া বড় বেগতিক, পুলিশের সঙ্গে যোগাযোগ রাজভবনের ৩ কর্মীর

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর