এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে চালু হচ্ছে স্বল্প সময়ের Medical Course

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বড় পদক্ষেপের পথে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এবার থেকে রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বা Vocational Training Centre যাকে অনেকেই VTC বলে চেনেন সেখানে Short Time Medical Course চালু করা হচ্ছে। মূলত চিকিৎসা পরিষেবা(Treatment Facility) দেওয়ার জন্য এবার স্বল্প সময়ের বিশেষ কোর্স চালুর উদ্যোগ নিচ্ছে রাজ্য। কোর্সগুলির জন্য হাতে-কলমে শিক্ষা বা Practical Training নিতে হবে। রাজ্যের কারিগরি শিক্ষা দফতর অনুমোদিত VTC গুলিতে স্বাভাবিকভাবে এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার পরিকাঠামো নেই। তাই তার জন্য নানা হাসপাতাল, Medical Lab ও Clinic’র সঙ্গে চুক্তি করে কোর্স চালু করার অনুমতি দেওয়া হয়েছে। কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে সে ব্যাপারে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের কারিগরি শিক্ষা দফতর(Department of Technical Education)।   

জানা গিয়েছে, চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য VTC-গুলিতে মোট ১৫টি কোর্স চালু করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে যেমন X-ray, ECG, রক্ত সহ বিভিন্ন ধরনের Medical Sample সংগ্রহ করার সহকারি হিসেবে কাজ করার কোর্স রয়েছে, তেমনই জরুরি চিকিৎসা পরিষেবা, হৃদরোগীদের চিকিৎসা, Medical Lab-এ কাজ করা, বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের দেখাশুনা করা, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য প্রশাসন প্রভৃতি ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করার কোর্সও আছে। কোন কোর্সের জন্য কী ধরনের হাসপাতাল ও Medical Clinic’র সঙ্গে যুক্ত হতে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ১০০ বেডের যে সব হাসপাতালে এই ধরনের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে তার সঙ্গে যুক্ত থাকতে হবে। হৃদরোগীদের চিকিৎসা পরিষেবার কোর্স চালানোর জন্য এই ধরনের হাসপাতালের সঙ্গে যুক্ত থাকতে হবে। আবার স্বাস্থ্য কর্মী হিসেবে কাজ করার কোর্স করাতে ৩০ বেডের হাসপাতালের সঙ্গে যুক্ত থাকতে হবে। রক্ত এবং নানা Medical Sample সংগ্রহ, X-ray, ECG, Technician’র সহায়ক প্রভৃতি কোর্স করতে গেলে হাসপাতাল ছাড়াও কোনও Medical Clinic – Lab’র সঙ্গে যুক্ত থাকতে হবে।

এই সব চিকিৎসা সংস্থার সঙ্গে যে সমঝোতাপত্র বা MOU বা Memorandum of understanding করতে হবে তার বয়ানও ঠিক করে দিয়েছে রাজ্যের কারিগরি শিক্ষা দফতর। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু VTC চিকিৎসা পরিষেবা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু নিজস্ব হাসপাতাল বা Medical Clinic – Laboratory থাকলে বা তাদের সঙ্গে যুক্ত হলে তবেই এই কোর্সগুলি শুরু করার অনুমতি কারিগরি শিক্ষা দফতর দেবে এটা জানিয়ে দেওয়া হয়েছে। এই কোর্স করতে গেলে ন্যূনতম কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তাও ইতিমধ্যেই ঠিক করে দিয়েছে কারিগরি শিক্ষা দফতর। জানিয়েছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ এমনকী অষ্টম শ্রেণি পাশ করা থাকলেও কোনও কোনও কোর্স করা যেতে পারে। তবে এই ধরনের কোর্স করতে কত খরচ হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

বিধান ভবনে খাড়গের ছবিতে কালি, অধীরের কাছে রিপোর্ট তলব কংগ্রেস হাইকম্যান্ডের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর