এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ফাঁকা মাঠেই গোল দিচ্ছেন সুদীপ-সৌগত, ক্ষোভ চড়ছে পদ্মে

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২ সপ্তাহ আগে ব্রিগেডের মাঠ থেকেই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। তারপর থেকেই নিজ নিজ এলাকায় প্রচারও শুরু করে দিয়েছেন জোড়াফুলের প্রার্থীরা। রাস্তায় নেমে জনসংযোগ করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তাঁরা প্রচারও করছেন। কলকাতা এমনিতেই তৃণমূলের ঘাঁটি। তারওপর এবার কার্যত ফাঁকা মাঠেই গোল দিতে দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থীদের। বিশেষ করে উত্তর কলকাতা(North Kolkata Constituency) এবং দমদম লোকসভা কেন্দ্রে(Dumdum Constituency) তা বড্ড বেশি প্রকট হয়ে পড়েছে। কেননা এই দুই কেন্দ্রে এখনও প্রার্থী কে হবেন সেটাই ঠিক করে উঠতে পারেনি পদ্মশিবির। মানে বিজেপি(BJP)। অথচ তাঁরাই রাজ্যের প্রধান বিরোধী দল। এই অবস্থায় দেখা যাচ্ছে উত্তর কলকাতায় তৃণমূলের সাংসদ তথা প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee) এবং দমদমের তৃণমূলের সাংসদ তথা প্রার্থী সৌগত রায়(Sougata Roy) চুটিয়ে প্রচার করে বেড়াচ্ছেন। আর সেটা দেখে কার্যত ক্ষোভে ফুঁসছেন বিজেপির কর্মীরা।

ক্ষোভ ঠিক কোথায়? বিজেপির কর্মীদের ক্ষোভ দলের রাজ্য নেতৃত্বের ওপরে। তাঁরা কেন ঠিকঠাক নাম দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাননি? শোনা যাচ্ছে উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হতে পারেন কলকাতা পুরনিগমের দলীয় কাউন্সিলর সজল ঘোষ এবং দমদমে প্রার্থী হতে পারেন সদ্য সদ্য তৃণমূলে ছেড়ে পদ্মে যোগ দেওয়া তাপস রায়। যদিও পাল্টা মত শোনা যাচ্ছে তাপসকে তাঁর বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই প্রার্থী করতে পারে বিজেপি। সেক্ষেত্রে দমদমের জন্য নতুন মুখ তুলে আনা হতে পারে। আর এখানেই ক্ষোচ চড়ছে বিজেপি কর্মীদের মধ্যে। তাঁদের দাবি, উত্তর কলকাতায় কোনওদিন পদ্ম না ফুটলেও দমদমে ২-২বার পদ্ম ফুটেছে। এলাকায় বিজেপির সংগঠনও আছে। তার পরেও কেন দলের আদি নেতাদের গুরুত্ব না দিয়ে দলবদলুদেরই প্রার্থী করা হচ্ছে? তার থেকেও বড় কথা, কেন এত দেরীতে প্রার্থীর নাম ঘোষণা হবে? যতি দেরীতে ভোট থাকুক না কেন, প্রার্থী নাম যত তাড়াত্যাড়ি ঘোষিত হবে তত তাড়াতাড়ি প্রচারও শুরু করা যাবে।

কিন্তু এখন এই দুই লোকসভা কেন্দ্রেই বিজেপির প্রার্থীর নাম ঘোষিত না হওয়ায় বিজেপির কর্মীরাও কার্যত হাতগুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছেন। খালি চেয়ে চেয়ে দেখছেন, সুদীপ আর সৌগত ফাঁকা মাঠেই গোল দিয়ে বেড়াচ্ছেন। প্রচারে এগিয়ে থাকলে কিছুটা হলেও যে বাড়তি ভোটপ্রাপ্তির সম্ভাবনা থাকে সেটা কে না জানে। অথচ, সেই সুযোগই জুটছে না দুই লোকসভা কেন্দ্রের পদ্মশিবিরের নেতাকর্মীদের। তাঁরা এখন হা পিত্যেশ করে বসে আছেন এটা দেখতে যে কবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুই লোকসভা কেন্দ্রে দলের প্রার্থীদের নাম ঘোষণা করবেন। তারপর তাঁরা দেওয়াল লিখন শুরু করবেন, প্রার্থীকে নিয়ে পাড়ায় পাড়ায় যাবেন। মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন। কিন্তু যতদিন না প্রার্থীর নাম ঘোষণা হচ্ছে, ততদিন ঘরের অন্দরে শুয়ে বসে দিন কাটানো ব্যতিত তাঁদের আর কোনও কাজ নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

তীব্র গরমে কলকাতায় বাড়ছে জল সমস্যা,পথে নামল পুরসভা

মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

খাস কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, শুরু তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর