এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রীকেও অবমাননা, সরব এবার তথাগত

Courtesy - Google and Twitter

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায়(Social Media) ঘুরে বেড়াচ্ছে একটি কুরুচিকর ব্যঙ্গচিত্র যা প্রকাশ করা হয়েছে বঙ্গ বিজেপির(Bengal BJP) তরফে। মূলত সন্দেশখালিকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) আক্রমণ শানিয়ে সেই কুরুচিকর ব্যঙ্গচিত্র সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছিল। সেই কুরুচিকর ব্যঙ্গচিত্রে শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে তাই নয়, মা সারদাকেও অপমান করা হয়েছে। সেই কুরুচিকর ব্যঙ্গচিত্র নিয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, ওই কুরুচিকর ব্যঙ্গচিত্রের মাধ্যমে বিজেপি শুধুমাত্র মা সারদাকে(Maa Sarada) ‘উপহাস’ করেছে তাই নয়, হিন্দু ভাইবোনেদের ভাবাবেগেও আঘাত করেছে। চেষ্টা করেছে ‘ধর্মীয় মেরুকরণের’। সেই ঘটনায় এর আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন বঙ্গ বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার প্রার্থী শমীক ভট্টাচার্য(Shamik Bhattacharya)। এবার সেই সুরে সুর মিলিয়ে বঙ্গ বিজেপিকে তীব্র নিশানা বানালেন বঙ্গ বিজেপিরই প্রাক্তন সভাপতি তথাগত রায়(Tathagatha Roy)।

এর আগে এই কুরুচিকর ব্যঙ্গচিত্রের প্রসঙ্গে শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘আমি ভাবতেও পারছি না এই পোস্ট কেউ করতে পারে।’ একই সঙ্গে তিনি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও তৃণমূল(TMC) বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের পরিবারের কাছেও ক্ষমা চেয়ে নেন, তাঁদের নাম এই কুরুচিকর ব্যঙ্গচিত্রে টেনে এনে ব্যবহার করার জন্য। গত বৃহস্পতিবার বঙ্গ বিজেপির ট্যুইটার অ্যাকাউন্টে এই কুরুচিকর ব্যঙ্গচিত্র পোস্ট করা হয়। ব্যঙ্গচিত্রে দেখা যাচ্ছে, সবুজ পাড়-সাদা শাড়ি পরে পা ছড়িয়ে বসে রয়েছেন এক মহিলা। তৃণমূলের একাংশের অভিযোগ, ওই মহিলার বসার ভঙ্গিমা সারদা দেবীর মতো। মুখের আদলের সঙ্গে মিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাতে ফোন, পায়ে চটি। ব্যঙ্গচিত্রে ‘সংখ্যালঘু তোষণ’-এর অভিযোগ করা হয়েছে। ভোটের জন্য সে সব করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে ‘মদন’ এবং ‘হাকিম’ শব্দও। লেখা হয়েছে, ‘আমি মদনেরও মা। আমি হাকিমেরও মা।’ তার পরেই লেখা, ‘ভোটের জন্য আমি অন্য দিকে তাকাই, যখন মদনের স্ত্রী হাকিম দ্বারা ধর্ষিত হয়।’ তৃণমূলের একটি অংশের দাবি, রাজ্যের বিধায়ক মদন মিত্র এবং মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে এই ইঙ্গিত করা হচ্ছে।

এই কুরুচিকর ব্যঙ্গচিত্র নিয়ে গত কয়েক দিন ধরেই সরব হয়েছে তৃণমূল। বিজেপির পোস্ট করা ওই ব্যঙ্গচিত্র আবার ট্যুইটারেই পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়, ‘আর কত দিন আমাদের হিন্দু ভাই-বোনদের আবেগ নিয়ে খেলা করবে বিজেপি? মা সারদা দেবীর ব্যঙ্গচিত্র করে তাঁকে পরিহাস করা হয়েছে, যা খুবই নিচু কাজ। এমনকি, বিজেপির জন্যও! এই কারণেই বাংলা সব সময় বিজেপিকে খারিজ করেছে, যারা সব সময় বিশ্বাস নিয়ে রাজনীতি করাকে গুরুত্ব দেয়। যেমন করে সুযোগসন্ধানীরা, যাদের কোনও নীতি থাকে না।’ এবার তৃণমূলের সেই সুরে সুর মিলিয়ে বঙ্গ বিজেপিকে নিশানা বানালেন তথাগত রায়। সেই সঙ্গে ট্যুইটে ট্যাগ করলেন বঙ্গ বিজেপিকে, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নিজের ট্যুইতে তথাগত লিখেছেন, ‘মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি! ২০২১ সালে বিজেপির মধ্যে এক শিম্পাঞ্জির নেতৃত্বে পালে পালে মুলো ও সিপিএম গুপ্তচর, এমনকি প্রকাশ্য চর, ঢুকে দলের সর্বনাশ করেছিল। তাদের গোটাকতক এখনো বিজেপিতে থেকে গেছে মনে হয়! গ্যাংগ্রিন কাটার মতো এদের নির্মমভাবে কেটে বার করুন। নচেৎ পুরো দলটারই পচে মৃত্যু হবে!’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর