এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির বিলের আলোচনা হবে ৪ ডিসেম্বর

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভার(West Bengal State Legislative Assembly) বাদল অধিবেশনে রাজ্যের বিধায়ক, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির(Increase of the Salary) কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে বিধানসভার অধ্যক্ষ ও সহ অধ্যক্ষের বেতন বৃদ্ধির কথাও জানান মুখ্যমন্ত্রী। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অন্যান্য রাজ্যে বিধায়কদের বেতন বাংলার তুলনায় অনেকটাই বেশি। সেই কারণে এ রাজ্যেও বিধায়কদের পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ ও সহ অধ্যক্ষের বেতন বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই The West Bengal Salaries and Alliance Act 1952 এবং The Bengal Legislative Assembly(Members’ Amusements) Act, 1937 সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জন্যই এদিন মাত্র ১ দিনের জন্য রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু রাজ্যপাল সেই সংশোধনী বিলে সই না করায় সেই বিল নিয়ে এদিন কোনও আলোচনা হয়নি। পরিবর্তে সেই বিল নিয়ে আগামী ৪ ডিসেম্বর রাজ্য বিধানসভায় আলোচনা হবে বলে এদিন বিধানসভার অধ্যক্ষ(Assembly Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) জানিয়ে দেন।

নিয়ম অনুযায়ী, রাজ্য বিধায়কদের পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ ও সহ অধ্যক্ষের বেতন বৃদ্ধির বিষয়টি আর্থিক বিলের মধ্যে পড়ে। আবার আর্থিক বিলে রাজ্যপালের অনুমোদন লাগে। কিন্তু পদ্ধতি মেনে বেশ কয়েকদিন আগেই রাজ্যপালের কাছে সেই নয়া বিল পাঠানো হলেও রাজ্যপাল তাতে তাঁর সন্মতিসূচক সই করেননি। কিন্তু রাজভবন থেকে বিলের ছাড়পত্র না আসায়, এদিন সেই বিল নিয়ে আর রাজ্য বিধানসভায় আলোচনা হয়নি। যদিও অধ্যক্ষ জানিয়েছেন, প্রাক্তন বিধায়ক মারা গিয়েছেন, তাই বিল নিয়ে এদিন কোনও আলোচনা হবে না। বিল নিয়ে আলোচনা হবে আগামী ৪ ডিসেম্বর। এরপরেই এদিনের রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বেতন বৃদ্ধি সংক্রান্ত এই বিল যাতে রাজ্যপাল অনুমোদন করের দেন তার জন্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজভবনে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকও করেছিলেন। তারপরেও রাজ্যপাল এই বেতন বৃদ্ধির বিলে সই না করায় এখন অনেকেই মনে করছেন এই বিল নিয়ে আগামী দিনে ফের রাজ্যের শাসক দল ও রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের নতুন বিবাদ বেঁধে যেতে চলেছে। এদিন নির্ধারিত সময়ের মধ্যে রাজভবন থেকে রাজ্যপালের সই করা বিলের প্রতিলিপি বিধানসভায় এসে না পৌঁছনোয় বৈঠকে বসে বিএ কমিটি। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির এই সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হলেও সেই নিয়ে কোনও আলোচনা বা ভোটাভুটি হবে না। সেই মতো রাজ্য বিধানসভায় বেতন বৃদ্ধির বিল পেশ হলেও তা নিয়ে কোনও আলোচনা হয়নি। পরে অধ্যক্ষ জানিয়ে দেন, ওই বিল নিয়ে আগামী ৪ ডিসেম্বর আলোচনা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট পঞ্চমীতে দেশে এগিয়ে সেই বাংলাই, গর্বিত বাঙালিরাও

কত আসন ঝুলিতে আসবে? শাহি নজরে শুভেন্দু-সুকান্তরা

সরাসরি: দুপুর ১ টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৪৮.৪১ শতাংশ, এগিয়ে আরামবাগ

ভোট পঞ্চমীতে গড় দখলে রাখার লড়াই তৃণমূল-বিজেপির

বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে, শুক্রবারের মধ্যে নিম্নচাপ অতি শক্তিশালী হবে

রামের নামে আর চিঁড়ে ভিজছে না শিল্পাঞ্চলে, খাবি খাচ্ছে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর