এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হাসপাতাল গড়তে দেবী শেঠির সংস্থাকে জমি দিল রাজ্য সরকার

Courtesy - Facebook and Twiiter

নিজস্ব প্রতিনিধি: বেশি দিন আগের কথা নয়। কয়েক মাস আগেই সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে(7th Bengal Global Business Summit 2023) যোগ দিতে কলকাতায়(Kolkata) এসেছিলেন বিশিষ্ট চিকিৎসক তথা কৃতী বঙ্গসন্তান দেবী শেঠি(Devi Shetty)। সেই সম্মেলনের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছিলেন, ‘এই রাজ্যের একটা বিশেষ চরিত্র রয়েছে। এখানে একটি Super Specialty Hospital তৈরি করার ইচ্ছে ছিল। আগামী দুই বছরের মধ্যে তা তৈরি করতে চাই। এখানে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে। অত্যাধুনিক Health Care’র সুযোগ সুবিধা থাকবে এই হাসপাতালে। থাকবে ক্যানসারের চিকিৎসার সুবিধা। এছাড়াও অঙ্গ প্রতিস্থাপনের জন্য সুযোগ সুবিধা থাকবে। এই হাসপাতালে বিনিয়োগ করা হবে ১০০০ কোটি টাকা।’ সেদিন দেবী শেঠির এই ঘোষণাকে অনেকেই গিমিক আখ্যা দিয়েছিলেন। কিন্তু তা যে চূড়ান্ত বাস্তব দেটা দেখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। দেবী শেঠির ঘোষিত হাসপাতাল গড়ে তুলতে রাজ্য সরকার ৭.২ একর জমি তুলে দিল দেবী শেঠির সংস্থা Narayana Hrudayalaya’র হাতে। নিউটাউনে দেওয়া হয়েছে সেই জমি।

খ্যাতির নিরিখে বিশ্বদরবারে যে চিকি‍ৎসকের নাম পৌঁছে গিয়েছে সেই দেবী শেঠি বাংলার মাটিতে দাঁড়িয়ে যে বড় ঘোষণা করেছিলেন তাকে বাস্তব রূপ দিতে হাতগুটিয়ে থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন হাত গুটিয়ে থাকেনি রাজ্য সরকার? কেননা তা লুকিয়ে ছিল বিখ্যাত শল্য চিকি‍ৎসকের বক্তব্যের মধ্যেই। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দেবী শেঠি জানিয়েছিলেন, ‘বাংলার মানুষ আমাকে বাস্তবের হিরো তৈরি করেছেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। বাংলা গোটা দেশকে পথ দেখিয়েছে। এই শহরে হাসপাতাল গড়ার স্বপ্ন রয়েছে।’ দেবী শেট্টির সেই স্বপ্ন যাতে দ্রুত বাস্তবে রূপ পায় তার জন্য খোদ মুখ্যমন্ত্রী নিজে দেবী শেঠির সংস্থাকে জমি দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। কেননা তিনিও চান অল্প খরচে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা পাক। এই হাসপাতাল গড়ে উঠলে তা একদিকে যেমন চিকিৎসা ক্ষেত্রে বড় উন্নতি হবে তেমনই অন্যদিকে কর্মসংস্থান হবে একাধিক মানুষের। এই হাসপাতাল তৈরি হলে রাজ্যের বহু মানুষ উপকৃত হবেন।

তাই আর দেরি করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছে ৭.২ একর জমি রাজ্য সরকার চিহ্নিত করে তা তুলে দিয়েছে দেবী শেট্টির সংস্থার হাতে। সূত্রে জানা গিয়েছে, এই হাসপাতালে ১০০০টি বেড থাকবে। একদিনে সেখানে ৭০০০ রোগী পাবেন চিকিৎসা পরিষেবা। আগামী ৬ মাসের মধ্যে এই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হতে চলেছে। হাসপাতাল গড়তে খরচ হবে ১৫০০ কোটি টাকা। আগামী দেড় থেকে ২ বছরের মধ্যে এই হাসপাতালের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে তার উদ্বোধন হয়ে যাবে। তার পর থেকেই মিলবে চিকিৎসা পরিষেবা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট পঞ্চমীতে গড় দখলে রাখার লড়াই তৃণমূল-বিজেপির

বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে, শুক্রবারের মধ্যে নিম্নচাপ অতি শক্তিশালী হবে

রামের নামে আর চিঁড়ে ভিজছে না শিল্পাঞ্চলে, খাবি খাচ্ছে বিজেপি

ভূপতিনগর ও পটাশপুর থানার ওসি সহ পুরুলিয়ার এসপিকে সরাল কমিশন

বিধান ভবনে খাড়গের ছবিতে লেপে দেওয়া হল কালি, লেখা হল ‘টিএমসি দালাল’

বাংলার মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধি নিয়ে মুখে কুলুপ এঁটেছে মোদি সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর