27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:03 am
নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু (Dengue) পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য ভবনের। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায়ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে এবার ডেঙ্গু মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে আরও তৎপরতা দেখাচ্ছে রাজ্য প্রশাসন৷ রাজ্যের বিভিন্ন জায়গায় চিকিৎসকদের নজরদারি টিম পাঠাচ্ছে স্বাস্থ্য ভবন।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে এ বার রাজ্যের বিভিন্ন জেলায় যাবে বিশেষ টিম। রাজ্য স্বাস্থ্য দফতরের এই দলের কাজ মূলত, এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গুর চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে ওই দল। এই নজরদারি দলে কারা থাকবেন? স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চিকিৎসকদের নিয়ে এই বিশেষ দল তৈরি করা হবে৷ সেই দলে শহরের বিশেষজ্ঞরাও থাকবেন৷ স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজনে বেডের সংখ্যাও বাড়াতে হবে হাসপাতালগুলিতে।
প্রসঙ্গত সোমবার রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এর ফলে ওইদিন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭৯। একই দিনে পরপর চার জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা সহ সল্টলেক এলাকা মিলিয়ে মোট ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা জেলাতেও ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। জ্বর-সহ ডেঙ্গুর যে কোনও উপসর্গ দেখা দিলে কেউ যাতে বাড়িতে না থাকে এবং তাকে তৎক্ষণাৎ যাতে হাসপাতালে ভর্তি করানো হয় সেই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।