এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘দুয়ারে সরকার’ নিয়ে সরকারি আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নিচুতলার সরকারি আধিকারিকদের গয়ংগচ্ছ মনোভাবে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে বিভিন্ন দফতরের সচিব ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সরকারি আধিকারিকদের চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যাঁরা ভালোভাবে কাজ করবেন না, তাঁদের সরিয়ে দেওয়া হবে। গয়ংগচ্ছ মনোভাব নিয়ে কাজ বরদাস্ত করা হবে না। শিগগিরই আমি ফের জেলা সফরে বের হব। আচমকাই হানা দিয়ে দেখব, সব কিছু ঠিকঠাক চলছে কিনা।’

দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। আর ওই ভোটের আগেই আম জনতার সঙ্গে প্রশাসনের জনসংযোগ আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে এদিন বিভিন্ন দফতরের সচিব-সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ভার্চুয়ালি হাজির ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসকরাও। সূত্রের খবর, রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি ‘দুয়ারে সরকার’ নিয়ে বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষের ভুরিভুরি অভিযোগ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ঠিকঠাক পরিষেবা দেওয়া হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানানো সত্বেও বহু মানুষ ওই সুবিধা পাচ্ছেন না।’

তফশিলি জাতি ও উপজাতি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে সরকারি আধিকারিকদের উদাসীনতা নিয়েও বৈঠকে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘যারা এসসি নন, তাদের কেন এসসি সার্টিফিকেট দেওয়া হয়েছে? যারা এসটি নয়, তাদের কেন এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে?’ পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার দফতরকে আরও সতর্ক থাকারও নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জমির পাট্টা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা দ্রুত সমাধানেরও নির্দেশ দেন তিনি। জল স্বপ্ন প্রকল্পের কাজ নিয়েও নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। খানিকটা বিরক্তির কণ্ঠে তিনি বলেন, ‘অনেক জায়গায় পাইপ ফেলে রাখা হচ্ছে। কিন্তু জল পৌঁছাচ্ছে না। আগে জলের কানেকশন দিন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাত পোহালেই মাধ্যমিকের ফল ! কীভাবে জানবেন রেজাল্ট

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বন্ধ লেজার লাইট

তীব্র গরমে বাড়ছে লোডশেডিং, নাজেহাল অবস্থা আমজনতার

‘মানুষ ঠিক করে নিন, কে প্রকৃত প্রার্থী’, কুণালের মন্তব্যে নয়া বিতর্ক

প্রখর রোদে ভোট প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ সোহম, এখন কেমন আছেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর