এই মুহূর্তে




প্রখর রোদে ভোট প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ সোহম, এখন কেমন আছেন?




নিজস্ব প্রতিনিধি: গরমে নাজেহাল রাজ্যবাসী। প্রায় ৭০ বছরের রেকর্ড ভাঙল কলকাতায় তাপপ্রবাহ। বর্তমানে কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়েছে। বাইরে বেরোলেই গা পুড়ছে দগদগ করে। কিন্তু এমতাবস্থায় রোজগারের দায়ে বাইরে বেরোতেই হচ্ছে সাধারণ মানুষদের। পাশাপাশি চলছে লোকসভা নির্বাচন, তাই নিয়মিত ভোট প্রচারেও যেতে হচ্ছে রাজনীতিবিদদের। সবারই মোটামুটি সঙ্গীহীন অবস্থা। রোদের মধ্যে বাইরে না বেরোতে চাইলেও কাজের জন্যে বেরোতেই হচ্ছে। আর এই মারাত্মক তাপপ্রবাহের মধ্যে বেরিয়ে চট করে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। যেমন, লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। বর্তমানে তিনি চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক।

লোকসভার ভোটে প্রার্থী হননি ঠিকই, কিন্তু দলের সদস্যের হয়ে নিয়মিত ভোট প্রচারে যাচ্ছেন অভিনেতা। এবার তেমনই ভোট প্রচারে গিয়ে প্রখর রোদে অসুস্থ হয়ে পড়লেন সোহম। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। তবে কি হয়েছে অভিনেতার? সূত্রের খবর, গরমে লাগাতার ভোটের প্রচার করতে গিয়েই ডিহাইড্রেশন হয়ে গিয়েছে তাঁর। একই সঙ্গে জ্বরে কাবু অভিনতা। পরিস্থিতি জটিল হতেই রবিবার তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন কেমন আছেন অভিনেতা? সোহমের দলের একজন সদস্য একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সোহম এখন অনেকটাই ভাল আছেন। তবে তাঁর শরীর এখনও দুর্বল, চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আর হাসপাতালে ভর্তি হওয়ার পর অভিনেতাকে চিকিৎসকেরা ফোন থেকে দূরে থাকতে বলেছেন। বাড়ি ফেরার পরেও তাঁর বাইরে ঘুরে বেড়ানো নিষেধ করে দিয়েছে চিকিৎসকেরা। তাঁকে দিন কয়েক বিশ্রামে থাকতে হবে।

এদিকে গত সপ্তাহে মালদহ ও মুর্শিদাবাদে ভোট প্রচার করেছেন সোহম। আর এই রোদের মধ্যে ঘুরে ঘুরে ভোট প্রচার করাই তাঁকে বিপাকে ফেলে দিয়েছে, শরীর আর সায় দিচ্ছে না তাঁর। কারণ রাজ্যের সব জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। তার ফলেই সোহম অসুস্থ হয়ে পড়েছেন। এই মূহুর্তে সোহমের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সোহমকে পরবর্তীতে দেখা যাবে, মিঠুন চক্রবর্তীর ‘শাস্ত্রী’ এবং বাংলাদেশি অভিনেত্রী পরীমণির সঙ্গে ‘ফেলু বক্সী’ ছবিতে। সুতরাং এখন পেশাগতভাবেও ব্যস্ত অভিনেতা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পুজোর মণ্ডপে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে অতিথিরা, দেখামাত্রই ধমক কাজলের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

কোনও খবর না দিয়েই বিমান ছাড়তে ৪ ঘন্টা দেরি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ শ্রুতির

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর