এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ঐক্যশ্রী প্রকল্পে শিক্ষার্থীদের আর নাম রিনিউয়াল করতে হবে না

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্যে পড়ুয়াদের উৎসাহ দিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ একাধিক স্কলারশিপ চালু আছে। শিক্ষার্থীরা সরকারি বৃত্তিমূলক সুবিধা পেয়ে থাকে। সেইমতো শুধুমাত্র সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য ২০১৯-’২০ সালে রাজ্য সরকার ঐক্যশ্রী স্কলারশিপ(Aikyashree Scholarship) প্রকল্প চালু করে। এতে ব্যাপক সাড়াও পড়ে। এই প্রকল্পে প্রথম শ্রেণি থেকে গবেষণামূলক শিক্ষার্থী, যে কেউ আবেদন করতে পারে‌। রাজ্যের প্রায় ৪৫ লক্ষ সংখ্যালঘু পড়ুয়া(Minority Students) এই ঐক্যশ্রী প্রকল্পের আওতায় রয়েছে। প্রি ম্যাট্রিক্সে(Pre Matric) ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু শর্ত পালন করতে হয়। সেই সব শর্ত ঠিক মতন রক্ষিত হচ্ছে কিনা তার জন্য প্রতিবছর এই প্রকল্পে পড়ুয়াদের রিনিউ করতে হতো যা বেশ ঝক্কির কাজ ছিল। কিন্তু এবার থেকে সেই ঝক্কি আর পোহাতে হবে না। সেই প্রক্রিয়া এবার সরলীকরণ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার(West Bengal State Government)।

আরও পড়ুন সিপিআই(এম) থেকে বহিষ্কার ৮ নেতা, শোকজ ২২৩জনকে

ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে যে সব শর্ত মানতে হয় তার অন্যতম হল ছাত্র কিংবা ছাত্রীর ৫০ শতাংশ এবং তার বেশি নম্বর থাকতে হবে। শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকা হতে হবে। রাজ্য সরকারি স্কুলেই পড়তে হবে। রাজ্যের বাসিন্দা হয়ে ভিনরাজ্যের কোনও সরকারি স্কুলে পড়লে এই সুবিধা মিলবে না। এই সব শর্ত পূরণ করলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বছরে ১১০০ টাকা দেওয়া হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সাড়ে ৫ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু এই টাকা পেতে হলে বছর বছর রিনিউ করতে হতো। এবার সেই ঝামেলা আর থাকছে না। এতদিন এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা ফিলআপ করতে হয়। ‌তারপর সেটা স্কুলে জমা করতে হয়। সেইমতো তার অনুমোদন এলে শিক্ষার্থীরা টাকা পেত। কিন্তু, এতে অনেকটাই সময় নষ্ট হয়ে যায় বলে মনে করেন প্রশাসনের অধিকারিকরা। সেইমতো এই নতুন ফর্ম ফিলআপের বিষয়টি তুলে দিচ্ছে রাজ্য সরকার। স্কুল কর্তৃপক্ষ নিজের ডেটাবেস থেকে সরাসরি সংখ্যালঘু পড়ুয়াদের ঐক্যশ্রীর জন্য রিনিউয়াল করে দিতে পারবে। আগামী কয়েকদিনের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগে Grade-3 পদে কর্মী নিয়োগ

স্কুল কর্তৃপক্ষই ডেটাবেস ধরে পড়ুয়াদের ঐক্যশ্রী প্রকল্পের রিনিউয়ালের কাজ করতে পারবে। যার ফলে এই প্রকল্পের কাজে আরও গতি আসবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা‌। এবার পড়ুয়ারা উঁচু ক্লাসে উঠলেই অনায়াসে ঐক্যশ্রী প্রকল্পে তাদের নাম রিনিউয়াল হয়ে যাবে। নতুন করে ফর্ম ফিলআপের ঝঞ্ঝাট থাকবে না। যদিও এটা শুধুমাত্র প্রি ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্যই প্রযোজ্য হবে। ‌ইতিমধ্যেই প্রশাসনিকস্তরে এই কাজের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। সংখ্যালঘু দফতরের তরফে এই কাজ করা হবে। ২০২২-’২৩ অর্থবর্ষে গোটা রাজ্যে এই প্রকল্পে ৪৫ লক্ষ ৪৪ হাজার ২৪৮টি আবেদন জমা পড়ে। অনুমোদন দেওয়া হয়েছিল ৪৩ লক্ষ ৫৬ হাজার ১৮১টি আবেদন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের নালিশ তৃণমূলের

একই দেহে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর