30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:24 pm
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের(100 Days Work Project) টাকা আটকে রেখে দিয়েছে। ওই প্রকল্পের খাতে ৬০ শতাংশেরও বেশি টাকা শুধুমাত্র বাংলার(Bengal) প্রাপ্য যার পরিমাণ ৬ হাজার কোটি টাকারও বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বার বার সেই টাকা চেয়ে সরব হয়েছেন। কিন্তু কেন্দ্র সরকার এখনও এই প্রকল্পের খাতে ১ পয়সাও বাংলায় পাঠায়নি। আর এই টাকা না পাঠানো বা টাকা আটকের রাখার ঘটনা নিয়ে বঙ্গ রাজনীতিতে তৃণমূল(TMC) বনাম বিজেপির(BJP) নিত্যদিনের বাগবিতন্ডা জাতীয় স্তরের রাজনীতিতেও উত্তাপ ছড়াচ্ছে। কিন্তু এই টাকা কেন আটকে রাখা হয়েছে সেই বিষয়টির কিছুটা হলেও এবার অনুমেয় হল। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতর(Panchayat Department) রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনের জন্য বিশেষ এক নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে ১২ ফেব্রুয়ারির মধ্যে যে সব জবকার্ডের(Job Card) সঙ্গে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের(Bank Account) সঙ্গে আধার সংযোগের(Aadhar Linked) কাজ শেষ হয়নি তা সেরে ফেলতে হবে। না হলে ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা পাবেন না ওই উপভোক্তা। তথ্য বলছে এই রকম আধার কার্ড সংযোগের কাজ বাকির সংখ্যা প্রায় ১ কোটি।
আরও পড়ুন অনুব্রতহীন বীরভূমে দলীয় নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের নির্দেশ মমতার
কেন্দ্র সরকার এখন যে সব কেন্দ্রীয় প্রকল্পের জন্য সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায় সেই সব প্রকল্পের ক্ষেত্রে Aadhar Based Payment System চালু করে দিয়েছে বাধ্যতামূলক ভাবে। সেই কারণেই ১০০ দিনের কাজের টাকা হোক বা আবাস যোজনার টাকা, দেওয়ার ক্ষেত্রে আধার সংযোজিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জবকার্ড বাধ্যতামূলক হয়েছে। কিন্তু ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা নিয়ে তদ্বির করতে গিয়ে রাজ্যের আধিকারিকেরা আবিষ্কার করেন যে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে যে সব কেন্দ্রীয় প্রকল্প রয়েছে তার যে সব উপভোক্তা বাংলায় আছেন তাঁদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জবকার্ডের সঙ্গে আধার সংযোগই হয়নি এখনও অবধি। তারমধ্যে আবার প্রায় ৭১ লক্ষ জবকার্ডের সঙ্গে আধার সংযোগের কাজ বাকি রয়েছে গিয়েছে ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য। এই সংযোগ যে জরুরি ও তা না হলে যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা মিলবে না সেটা বুঝতে পেরেই এবার নড়েচড়ে বসেছেন নবান্নের(Nabanna) আধিকারিকেরা। তাই তাঁরা রাজ্য পঞ্চায়েত দফতরের মাধ্যমে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আধার সংযোগের কাজ যে ভাবেই হোক শেষ করতে হবে।
আরও পড়ুন ‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, সমালোচনা থেকেই শিখি’, বইমেলায় মুখ্যমন্ত্রী
উল্লেখ্য বাংলার বুকে জবকার্ডের সঙ্গে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের কাজ আগেই শুরু হয়েছিল। কিন্তু সেই কাজ বেশ ধীর গতিতে হওয়ায় এখনও বাংলার প্রায় ১ কোটি উপভোক্তার জবকার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযোগ করে ওঠা যায়নি। তার জেরেই রাজ্য পঞ্চায়েত দফতরের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাতেই কোন জেলায় কত আধার সংযোগের কাজ বাকি আছে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে যে এই সংযোগের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হলে ১০০ দিনের কাজের টাকা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন না উপভোক্তা। দ্রুত এই কাজ শেষ করতে নবান্ন থেকে রীতিমত নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে সরকারি আধিকারিকদের বাইরে বেড়িয়ে উপভোক্তাদের খুঁজে বার করতে হবে। তাঁদের বাড়ি যেতে হবে ও আধার সংযোগের কাজ করতে হবে। ১ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে এই বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের খুঁজে বার করার কাজটা করতে হবে সরকারি আধিকারিকদের। ৭ তারিখ থেকে ৯ তারিখ চলবে আধার সংযোগের কাজ। ১২ তারিখের মধ্যে যাবতীয় তথ্য নবান্নে পাঠিয়ে দিতে হবে। নবান্নের হিসাব মতো, প্রায় ৭১ লক্ষ উপভোক্তার জবকার্ডের সঙ্গে আধার সংযোগের কাজ বাকি। বাকিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের সংখ্যা। সব মিলিয়ে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রায় ১ কোটি উপভোক্তার জবকার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ সাধন করতেই হবে।