30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:19 pm
নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। কিন্তু মানিকের হয়ে যিনি ‘তোলাবাজি’ করতেন বলে অভিযোগ, মানিক-ঘনিষ্ঠ সেই তাপস মণ্ডলকে (Tapas Mondal) কেন এখনও গ্রেফতার করছে না সিবিআই বা ইডি, তা নিয়ে উঠছে প্রশ্ন।
আইনজীবীরা প্রশ্ন তুলছেন, তাপসের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ রয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় এতজনকে গ্রেফতার করা হলেও তাপস মণ্ডলকে কেন গ্রেফতার করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আইনজীবীদের আরও প্রশ্ন, নিজের পিঠ বাঁচাতে তাপস মণ্ডল মিথ্যে অভিযোগ করছেন না, তার কী প্রমাণ রয়েছে?
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে এর আগে একাধিকবার তলব করে জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাপসের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েরন্দারা। ৩টি বিএড কলেজ ছাড়াও, তাপসের সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ও ইডির আতশকাচের নীচে রয়েছে। কিন্তু কেন তাঁকে গ্রেফতার করা হয়নি, সেটাই এখন বড় প্রশ্ন। এদিকে দীর্ঘ প্রায় ২৪ ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর শনিবার যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও কুন্তলের বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। তার পরেও তাঁকে কেন তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে তাপস মণ্ডল নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে, এমন অভিযোগের পরেও তিনি কেন এখনও গ্রেফতার হলেন না, তা নিয়ে চলছে জল্পনা।
অন্যদিকে কুন্তল ঘোষ অভিযোগ করেছেন, ‘তাপস মণ্ডল আমার কাছে ৫০ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষ না দেওয়ার কারণেই আমার এই হাল।’ স্বামীর গ্রেফতারির পর মুখ খুলেছেন তাঁর স্ত্রী জয়শ্রী ঘোষ। একটি বিবৃতি তিনি জানিয়েছেন, ‘চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে কুন্তল ১৯ কোটি টাকা নিয়েছেন বলে যে দাবি তাপস করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তাপস এবং তাঁর কয়েক জন সহযোগী ষড়যন্ত্র করে কুন্তলকে ‘বলির পাঁঠা’ বানিয়েছেন।’