নিজস্ব প্রতিনিধি: শুরু বাংলার ফেস্টিভ্যাল মরসুম। আর ৫০ দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আর তার আগেই হয় জন্মাষ্টমী। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই ওইদিনে সারা বিশ্বে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে আবির্ভূত হন। তাই জন্মাষ্টমীর (Janmashtami) সময় রোহিণী নক্ষত্রকেও মাথায় রেখেই নির্ধারিত হয়। তবে এ বছর জন্মাষ্টমীর তারিখ নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন ৬ সেপ্টেম্বর আবার কেউ বলছেন ৭ সেপ্টেম্বর। জন্মাষ্টমীর সঠিক তারিখ কোনটি, জেনে নিন!
ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে ০৬ সেপ্টেম্বর বিকেল ৩.৩৮ মিনিটে, শেষ হবে ৭ই সেপ্টেম্বর বিকেল ০৪.১৪ মিনিটে। রোহিণী নক্ষত্র সারা রাত থাকবে। তবে জ্যোতিষীরা বলছেন, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী উদযাপন শুভ। তবে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী উদযাপন করবে। তবে জন্মাষ্টমীর পুজোর জন্য সবচেয়ে ভালো সময় হবে ৬ সেপ্টেম্বর রাত ১১.৫৬ থেকে ১২টা ৪২ পর্যন্ত।
জন্মাষ্টমী কীভাবে উদযাপন করবেন?
জন্মাষ্টমীর সকালে স্নান করে উপবাস ও পূজার ব্রত করে সারাদিন জল বা ফল খান। মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের ধাতব মূর্তি একটি পাত্রে রেখে তাকে দুধ, দই, মধু ও চিনি এবং ঘি দিয়ে স্নান করান। পঞ্চামৃত স্নানের পর জল দিয়ে স্নান করান। তবে জিনিসগুলি শঙ্খের মধ্যে রেখেই নিবেদন করুন। এই দিনে যে ব্যক্তি পুজো করছেন তার কালো বা সাদা পোশাক পরা উচিত নয়।