এই মুহূর্তে




জগদ্ধাত্রী পুজোয় ঘোরার আগে ম্যাজিক্যাল ফেসপ্যাক মেখে আনুন ত্বকের জেল্লা

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর এবার শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। পুজো মানেই বন্ধু-পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানো। জগদ্ধাত্রী পুজো বললেই মাথায় আসে চন্দননগরের কথা। আলোর মালায় সেজে ওঠে শহর। তা দেখতেই রাতের বেলা জমে ভিড়। দুর্গাপুজো- কালীপুজোয় রাত জেগে ত্বকের বেহাল অবস্থা। ভাবছেন এই রুক্ষ মুখ নিয়ে কীভাবে বের হবেন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আপনার চিন্তা দূর করতে রইল এক ম্যাজিক্যাল ফেসপ্যাক। যা নিমেষে ফেরাবে হারনো জেল্লা। জেনে নিন কীভাবে বানাবেন এই ফেস প্যাক…

১. একটি পাত্রে প্রথমেই নিন দু’ চামচ অ্যালোভেরা জেল। তাতে মেশান এক চামচ অলিভ ওয়েল, এক চামচ গ্লিসারিন ও দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে তার পর মিশ্রণটি মুখে মেখে রেখে কিছুক্ষণ মাসাজ করুন। তবে এই প্যাক লাগানোর আগে মুখ ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। পাঁচ মিনিটেই ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

২. অ্যালোভেরা জেলের সঙ্গে কিছুটা গোলাপ জল মিশিয়ে মিশ্রণটিকে মুখে, পিঠে, গলায় ভালো করে মাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন বাড়বে ত্বকের উজ্জ্বলতা।

৩. ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে ভালো করে মাসাজ করে কিছুক্ষণ রাখুন। তারপর পর উষ্ণ জলে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখ মুছে ফেলুন। বাইরে বের হওয়ার আগে এই পদ্ধতি দারুন কাজে দেয়।

৪. চন্দনগুঁড়ো ও গোলাপজল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি  করে মুখে লাগান। এতে ত্বকে শীতলতা আসে, রোদে পোড়া ভাব কমে আর ত্বক  একদম মসৃণ হয়ে যাবে বাড়বে জেল্লাও।

৫. বাইরে বের হওয়ার আগে প্রাকৃতিক স্ক্রাবার হিসবে এক চামচ চালের গুঁড়োর সঙ্গে সামান্য দুধ মিশিয়ে মুখে হালকা হাতে মাসাজ করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক মৃত কোষ সরিয়ে ত্বককে  মোলায়েম ও টানটান করে দেবে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতের সকালে বিছানা ছাড়তে মন চায় না? রইল ঘুম ছাড়ানোর উপায়

বিয়ের মরশুমে পেট পুরে খেতে যাওয়ার আগে জেনে নিন কোন জিনিস উপহারে দেবেন না

পোষ্যদেরও হয় উইন্টার অ্যালার্জি, এইভাবে নিন বাড়ির খুদে সদস্যদের যত্ন

রুটি সম্পর্কিত এই একটি ভুল স্বর্গের মতো ঘরকেও পরিণত করে নরকে

শীতকালে ছাদ বাগানেই ফলান নিজের পছন্দের সবজি, কীভাবে করবেন চাষ? রইল উপায়

শীতে গাঁটের ব্যথা থেকে মুক্তি পেতে কী করবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ