এই মুহূর্তে




ভাইফোঁটার উপহারে থাকুক অন্যরকম ছোঁয়া, রইল নতুন আইডিয়া

নিজস্ব প্রতিনিধি: আসছে কালীপুজো ও ভাইফোঁটা। এই উৎসব ভাই-বোনের সম্পর্ককে দৃঢ় করার। এ দিন ভাইয়ের মঙ্গলকামনার পাশাপাশি চলে দুই পক্ষের উপহার আদান-প্রদান। ফোঁটা দিয়ে আর ফোঁটা নিয়ে ভাই বা বোনের কাছ থেকে পাওয়া যায় উপহার। প্রতি বছর বছর দাদা-ভাই বা বোনকে কি উপহার দেওয়া যায় এই ভেবে ভেবে অনেকে অস্থির হয়ে যান। নিত্য নতুন কি জিনিস দেবেন তা খুঁজতে হতে হয় নাজেহাল। কারণ ভাই-বোনের পছন্দের আকাশ-পাতাল তফাৎ থাকে। তাই চেনা ছকের বাইরে গিয়ে উপহার হিসেবে দিন এই কতগুলি জিনিস।

কফি মগ বা চা-এর সেট: আসছে শীত তাই তালিকার প্রথমেই রাখা যেতে পারে কফি মগ বা চা-এর সেট। ভাল মানের কফি বা দার্জিলিং চায়ের সেট উপহার হিসেবে দিতে পারেন। বাজেট বেশি হলে সেক্ষেত্রে কফি মেকার বা কেটল-সহ একটি সেট বানিয়ে উপহার দিলেও খুশি হয়ে যাবে বোন-ভাই বা দাদা।

সুগন্ধি মোমবাতি: ঘর সাজাতে ও সুগন্ধে ভরিয়ে তুলতে দিতে পারেন সুগন্ধি মোমবাতি বা মোমবাতিদানি। নিজে হাতে যদি বানিয়ে দেন তাহলে তো সেটা হোবে বাড়তি পাওনা।

গাছের চারা: অনেকে আবার গাছ ভালোবাসেন। যাদের বাগানের শখ রয়েছে বা ঘরের মধ্যে নানারকম গাছ রাখতে পছন্দ করেন তাদের জন্য গাছের চারা এক দারুণ উপহার হবে। ইন্ডোর বা আউটডোর প্ল্যান্ট, অথবা শীতকালে রকমারি ফুলের চারাও উপহার দিতে পারেন। সঙ্গে রাখতে পারেন পছন্দসই টব।

জিমের বোতল: দাদার স্বাস্থ্য সচেতনর কথা মাথায় রেখে দিতে পারেন ভাল ফিটনেস ব্যান্ড, জিমের বোতল।

গেমিং কনসোল: অনেকেই অফিস শেষে নিজেকে রিফ্রেশ করতে গেম খেলেন। তাই উপহারে রাখতেই পারেন গেমিং কনসোল।

এছাড়াও পন্দের ব্র্যান্ডের স্পিকার, ঘড়ি উপহার হিসেবে দেওয়া যায়। তবে উপহার যাই হোক এর মধ্যে আন্তরিকতাই আসল। ভালোবেসে সামান্য জিনিস দিলেও তা মন ভরিয়ে দেবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছুটির দিনে সামান্য উপকরণে চটজলদি বানিয়ে নিন ৩টি নিরামিষ পদ

সন্ধ্যার এই সময়ে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন, খেয়াল রাখুন অবশ্যই

বড়দিনে নামমাত্র মূল্যে থাইল্যান্ড ভ্রমণের আকর্ষণীয় অফার দিচ্ছে IRCTC

এবারে শীতের ছুটিতে গন্তব্য হোক কফির বাগান, চোখের আরাম দিতে ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে

শীতে ফুসফুসের সংক্রমণ কমাতে বিশেষ পানীয়

দূষণে বিষাক্ত বাতাস, জেনে নিন শরীর সুস্থ রাখতে দিনের কোন সময় হাঁটা বেশি নিরাপদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ