এই মুহূর্তে

মৌনী অমাবস্যা থেকে গঙ্গা দশেরা পর্যন্ত ৫টি বিশেষ স্নান, জানুন সময়সূচি

নিজস্ব প্রতিনিধি : প্রাচীন হিন্দু ঐতিহ্য অনুসারে, শুভ তিথিতে নদীতে স্নান করলে শরীর ও মন পবিত্র হয় এবং বিশ্বাস করা হয় যে এটি মোক্ষলাভের দিকে পরিচালিত করে। মকর সংক্রান্তি, মাঘ পূর্ণিমা, গঙ্গা দশেরা এবং কার্তিক পূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ তিথিতে স্নান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়।

আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। এই দিনেই পবিত্র স্নানের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। একই দিনে সূর্যদেব উত্তর দিকে অগ্রসর হয়। এর ফলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। মনে করা হয় এই দিনে তীর্থ স্নান করলে শরীর ও মন উভয়ই পবিত্র হয়।

মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী আমাবস্যা বলা হয়ে থাকে। চলতি বছরে ১৮ জানুয়ারি পড়েছে মৌনী অমাবস্যা। বিশ্বাস করা হয় মৌনী অমাবস্যার দিন গঙ্গা জলে স্নান করলে লাভ পাওয়া যায়। এই দিন গঙ্গাজল অমৃতের মত হয়ে যায়। গঙ্গাস্নান এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন গঙ্গা স্নান করলে পাপ ক্ষয় হয়ে মোক্ষলাভ হয়।

মাঘ মাসের পূর্ণিমা স্নানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিন তিল, খাদ্য,বস্ত্র ঘি ও কম্বল দান করলে পূণ্য হয় বলে জানানো হয়। চলতি বছরে ১ ফেব্রুয়ারি পূর্ণিমার স্নান করলে লাভ হবে।

গঙ্গা দশেরা স্নান অত্যন্ত পূণ্যের বলে মনে করা হয়। জৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে উদযাপিত হয় এই দিনটি। বিশ্বাস করা হয় মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন এই দিনে। এদিন গঙ্গাস্নান দান ও পুজো করলে দশ ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যাবে। আগামী ২৫ মে পালিত হবে গঙ্গাদশেরা।

কার্তিক পূর্ণিমার দিন পবিত্র নদী ও জলাশয় স্নান করলে বিশেষ লাভ পাওয়া যায়। সেই দিন পবিত্র নদীতে স্নান করলে পাপ মুক্তি হয়। আত্মিক শুদ্ধি আসে। পাশাপাশি এই দিন দীপদান ও দান করলে বিশেষ ফল পাওয়া যায়।। কার্তিক পূর্ণিমাকে দেব দীপাবলি ও বলা হয়ে থাকে। চলতি বছরের ২৪ নভেম্বর এই দিনটি পালন করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাঁটা দেখেই বুঝে নিন নারীর স্বভাব ও প্রকৃতি

২০২৬ সালে সংখ্যাতত্ত্বের বিচারে সূর্যের আশীর্বাদ পাবেন কারা?

সংখ্যাতত্ত্বের বিচারে ২০২৬ সালের জানুয়ারি মাস কেমন যাবে?

ভাগ্য উজ্জ্বল করতে পৌষ পূর্ণিমায় এই ছোট ছোট জিনিস দান করুন

অর্থনৈতিক মন্দা থেকে এআই হুমকি, জানুন নতুন বছরে ভাঙা বাবার ভবিষ্যদ্বাণী

নতুন বছরে মৌনী অমাবস্যা কবে? বিশেষ কী মাহাত্ম্য?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ