এই মুহূর্তে




‘প্রতিদিন মৃত্যুর হাতছানি, কিন্তু দারিদ্র্য…….’, প্রতিযোগীর জীবনযুদ্ধের গল্প শুনে চোখে জল বিগ বি-র

নিজস্ব প্রতিনিধি: চলছে দেশের জনপ্রিয় গেমশো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭ তম সিজন। বরাবরের মতোই সঞ্চালনায় রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। দেশের কোনে কোনে থেকে প্রতিযোগিরা এই গেম শো খেলতে যান। জিতলে পরেই কোটি কোটি টাকা তাদের হাতের মুঠোয়। তবে শুধু পুরস্কার জেতার লোভ নয়, অমিতাভের মুখোমুখি হট সিটে বসে খেলার সুযোগও প্রতিযোগীদের কাছে বড় ব্যাপার। পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে নানান গল্প করেন তিনি, নিজের অজানা কাহিনী বলার পাশাপাশি প্রতিযোগীদের জীবনকাহিনী শুনেও আবেগপ্রবণ হয়ে পড়েন মেগাস্টার। এবার আরও এক প্রতিযোগীর জীবন কাহিনী কাঁদিয়ে দিল অমিতাভকে।

আগামী পর্বে প্রতিযোগী হয়ে আসছেন একজন বিদ্যুৎ মিস্ত্রি। প্রোমো অনুযায়ী, তিনি অভিনেতাকে তাঁর জীবন যুদ্ধের বিষয়ে কথা বলবেন। প্রতিযোগী সোনু বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ সরবরাহ করেন। জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন তিনি পেট চালানোর দায়ে। আর জীবন যুদ্ধের এই কথা বলতে বলতেই তিনি অমিতাভের সামনে কেঁদে ফেলেন। সোনু বলেন, ‘আমাদের কাজ খুবই বিপজ্জনক, বৈদ্যুতিক খুঁটিতে ওঠা, রক্ষণাবেক্ষণ, কখন যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাব জানি না। আমি যখন কাজে যাই, আমার পরিবারও আতঙ্কে থাকেন। কিন্তু এছাড়া উপায় নেই। পরিবারের ভরণপোষণের দায়িত্ব আমার কাঁধে।তাই মৃত্যুর মুখোমুখি হব, তা ভেবেও প্রতিদিন কাজে যেতে হয়। আমি কাজ না করলে আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে।’ সোনুর এই কথাগুলো শুনে অমিতাভের চোখে জল চলে আসে। তিনি তাঁকে সালাম জানান।

সোনু আরও বলেন, ‘সামান্য বৈদ্যুতিক শকও আমার পা ভেঙে দিতে পারে। আমার মাথা ফেটে যেতে পারে। আমি মারাও যেতে পারে। যদিও আমি এর আগে পাঁচবার বিদ্যুৎস্পৃষ্ট হয়েছি। প্রতিবারই মৃত্যুই থেকে বেঁচে ফিরেছি। সাহসের সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করি।’ আর সোনুর এই কাহিনী অমিতাভের হৃদয় ছোঁয়, এবং তিনি তাঁর প্রশংসা করেন। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অদিতির পর এবার WhatsApp-এ ‘শ্রিয়া শরণ’ সেজে প্রতারণা, ভক্তদের কী বার্তা দিলেন দক্ষিণী নায়িকা?

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ