-273ºc,
Friday, 2nd June, 2023 3:09 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৫২ বছর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গোটা বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) মানুষ যখন গভীর নিদ্রায় মগ্ন ছিলেন তখনই ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনী। অপারেশন সার্চলাইট অভিযানের নামে রাতের অন্ধকারে শুরু করে দিয়েছিল বাঙালি নিধনযজ্ঞ। তার পরে শুরু হয়েছিল ঐতিহাসিক মুক্তিযুদ্ধ। ৫২ বছর আগের সেই গণহত্যার স্মরণে শনিবার রাতে সরকারিভাবে সারা দেশজুড়ে পালন করা হলো হলো প্রতীকী ব্ল্যাক আউট করমসূচি। রাত সাড়ে দশটার সময়ে আচমকাই গোটা দেশে ডুবে গেল আঁধারে। এক মিনিটের জন্য অন্ধকারে রইল বাংলাদেশ।
২০১৮ সাল থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে প্রতি বছর ২৫ মার্চ দিনটিতে পালিত হয়ে আসছে ‘গণহত্যা’ দিবস। জাতীয় সংসদে এ বিষয়ে এক প্রস্তাবও পাশ করানো হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ মানুষ দেশের স্বাধীনতার লড়াই লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন বলে দাবি করে চলেছেন আওয়ামী লীগ নেতৃত্ব। যদিও ওই দাবির পক্ষে তেমন তথ্য-প্রমাণ মেলেনি।
শনিবার সকালেই এক অনুষ্ঠানে একাত্তর সালের ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর হত্যালীলার বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন। যদিও কূটনীতিবিদ ও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ৫২ বছর আগে পাক হানাদার বাহিনী রাতের অন্ধকারে যে নির্মম গণহত্যা চালিয়েছিল তার প্রামাণ্য কোনও দলিল দস্তাবেজ নেই। ফলে আন্তর্জাতিক স্বীকৃতি আওয়া মুশকিল।