এই মুহূর্তে




বন্দুকের ভয় দেখিয়ে ‘তিন তালাক’, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী

নিজস্ব প্রতিনিধি: এবার বন্দুক দেখিয়ে স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অশোকনগর কলোনিতে। তবে স্বামীর মুখের কথাতেই কি ডিভোর্স হয়ে গেল দম্পতির? স্বামীর থেকে তিন তালাকের হুমকি পাওয়ার পরেই মহিলা থানায় এসে গোটা ঘটনাটি খুলে বলেন। এবং ঘটনায় তিনি মহিলা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। অভিযোগের পর, পুলিশ তাঁর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এবং তাঁর লাইসেন্সকৃত বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।

মহিলার কথায়, সম্প্রতি ভোপালের অশোকনগর কলোনিতে একজন আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা। তাঁর অভিযুক্ত স্বামী দানিশ একটি আসবাবপত্রের দোকান চালান। এরপর রবিবার (২৬ অক্টোবর) রাতে, তিনি তাঁর স্ত্রীর আত্মীয়ের বাড়িতে আচমকাই একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলবার নিয়ে আবির্ভূত হন। আর মহিলা তাঁর স্বামীকে দেখার সঙ্গে সঙ্গেই ভয়ে তাঁর ঘরে লুকিয়ে পড়েন। এরপর মহিলাকে তাঁর স্বামী হাতের নাগালে পাওয়া মাত্রই তাঁর মুখের সামনে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দরজার সামনে তিনবার “তালাক-তালাক-তালাক” বলে বেরিয়ে যান। যাতে ভয় পেয়ে ভুক্তভোগী মহিলা থানায় এসে পুলিশকে সবটা জানান। তিনি বলেন যে, তাঁর স্বামী তাঁকে লাগাতার মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং সম্পর্ক ভেঙে দিয়েছেন। মহিলার অভিযোগের পর, স্টেশন ইনচার্জ ইউপিএস চৌহান বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করেছেন।

পুলিশ আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা দিয়েছেন নির্যাতিতা এবং তাঁর স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিন্তু মহিলার স্বামীর আচরণ ছিল আক্রমণাত্মক, এবং দুজনের মধ্যে প্রায়শই ঝগড়া হত। মহিলার বাবা-মা নেই, তাই তিনি কিছুদিন ধরে একটি আত্মীয়ের বাড়িতে থাকছিলেন। সোমবার ওই মহিলা থানায় এসে অভিযোগ দায়ের করেন। এবং স্বামীর বিরুদ্ধে জানান যে, তাঁর স্বামী একটি বন্দুক নিয়ে এসে তাকে তিন তালাকের হুমকি দিয়ে পালিয়ে গিয়েছেন। অভিযুক্তের কাছে একটি লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ছিল, যা পুলিশ বাজেয়াপ্ত করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে বিরাট সাফল্য NIA-র, শ্রীনগর থেকে গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী

কর্নাটকের চিড়িয়াখানায় ৪ দিনে ৩১ টি কৃষ্ণসার হরিণের মৃত্যু, কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন

‘দিল্লি বিস্ফোরণে জড়িতদের পাতাল থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেব’, হুঙ্কার অমিতের

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইউনূসের আবদার মানছে দিল্লি, ফেরত পাঠানো হচ্ছে না হাসিনাকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ