এই মুহূর্তে




ভারতে এআই হাব নির্মাণে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের

নিজস্ব প্রতিনিধি: এই প্রথম ভারতে নির্মিত হতে চলেছে এআই হাব। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই হাব স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। সেই সঙ্গে এইআই হাব স্থাপন সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা সেরেছেন।

গুগল মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বৃহত্তম এআই হাব বিশাখাপত্তনমে স্থাপন করতে চলেছে। এই সংবাদ ঘোষণা করেছেন স্বয়ং গুগলের সিইও সুন্দর পিচাই। এআই হাব স্থাপনের জন্য আগামী পাঁচ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল। এই পদক্ষেপকে যুগান্তকারী উন্নয়নবলে অভিহিত করে ভারতীয় বংশোদ্ভূত সিইও বলেন এআই হাবটি গিগাওয়াট-স্কেল কম্পিউট ক্যাপাসিটি, নতুন আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বৃহৎ আকারের শক্তি অবকাঠামোকে একত্রিত করবে।

 

গুগল এবং অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পরপরই পিচাই X- হ্যান্ডেলে লেখেন, “এই পদক্ষেপের মাধ্যমে আমরা ভারতের উদ্যোগপতি এবং ব্যবহারকারীদের কাছে আমাদের প্রযুক্তিকে পৌঁছে দেব। AI উদ্ভাবন দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।” গুগল আদানি গ্রুপের সঙ্গে পার্টনারশিপে এআই ডেটা সেন্টার ক্যাম্পাস চালু করছে। ভারতে এটিই গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ। এক বিবৃতি মারফত গুগল জানিয়েছে, “এআই-চালিত পরিষেবাগুলির সম্প্রসারণ ভারত সরকারের বিকশিত ভারত ২০৪৭ দৃষ্টিভঙ্গিকে ত্বরান্বিত করবে। এই উদ্যোগ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই যথেষ্ট অর্থনৈতিক এবং সামাজিক সুযোগ তৈরি করতে চলেছে।”

দিল্লিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান বলেন, বিশাখাপত্তনমে হতে চলা এআই হাব “ভারতের ডিজিটাল ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী বিনিয়োগ”। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। অশ্বিনী বৈষ্ণব গুগলকে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ