এই মুহূর্তে




দিল্লিতে শর্তসাপেক্ষে গ্রীন বাজি পোড়ানোয় ছাড়, দীপাবলির আগে বিশেষ নির্দেশ শীর্ষ আদালতের

নিজস্ব প্রতিনিধি: দীপাবলিতে দিল্লিবাসীর জন্য সুখবর। গ্রীন বাজি পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত এই অনুমতি দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই গ্রীন বাজি পোড়ানো যাবে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টা এবং তারপর রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দিল্লি এনসিআরে বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়েছে।

ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বুধবার নির্দেশ দিয়ে জানায়, “আমাদের ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করতে হবে। পরিবেশের সঙ্গে আপোস না করে পরিমিতভাবে বাজি ফাটানোর অনুমতি দেওয়া যেতে পারে।” আদালত বলেছে যে শুধুমাত্র QR কোড থাকা সবুজ বাজি বিক্রি এবং ফাটানোর অনুমতি নির্দিষ্ট কিছু স্থানে দেওয়া হবে। এই আদেশ লঙ্ঘন করা হলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে আতশবাজি প্রস্তুতকারক এবং বিক্রেতাদের উপর নিয়মিত তল্লাশি চালানোর। পেট্রোলিং টিম গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। দিল্লি-এনসিআরের বাইরের কোনও আতশবাজি এই অঞ্চলে বিক্রি করা যাবে না। যদি তল্লাশিতে পাওয়া যায় তেমন কিছু তাহলে বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করা হবে।

শীর্ষ আদালত আরও বলেছে যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) ১৮ অক্টোবর থেকে দীপাবলি পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ বায়ুর মানের সূচক পর্যবেক্ষণ করবে। তারপর সিপিসিবি এবং এনসিআর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে ২০ অক্টোবরের পরে নিজেদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

চলতি বছর জুলাই মাসে, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (ডিপিসিসি) দিল্অলি এনসিআরের মধ্যে সকল ধরণের আতশবাজি তৈরি, সংরক্ষণ, বিক্রয় এবং বাজি ফাটানোর উপর এক বছরব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারির লক্ষ্য ছিল শহরের ক্রমাগত বায়ু দূষণ সমস্যা মোকাবেলা করা। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির ঘোষণার মাত্র চার মাস আগে, সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর-এ গ্রীন বাজি সহ সকল ধরনের আতশবাজির উপর এক বছরের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাধিক ছেলের সঙ্গে যোগাযোগ, সম্মান রক্ষার্থে নাবালিকা মেয়েকে খুন করল বাবা-মা

দেশীয় আনারকলিতে ‘মিস ইউনিভার্স’ মঞ্চের শোভা বাড়ালেন ভারতীয় প্রতিযোগী মণিকা বিশ্বকর্মা

দেশ জুড়ে নাশকতা চালানোর আগেই মোদির রাজ্যে পাকড়াও ৩ আইএস সন্ত্রাসী

মদের নেশায় চুর‌ হয়ে নিজের ৬ বছরের কন্যাকে ধর্ষণ নরপিশাচ বাবার

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, কম্পনমাত্রা ৫.৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ