এই মুহূর্তে




লন্ডনে প্রয়াত হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান গোপীচাঁদ পি হিন্দুজা, বয়স হয়েছিল ৮৫

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত ভারতীয় শিল্পপতি গোপীচাঁদ পি হিন্দুজা। যিনি হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার (৪ নভেম্বর) লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ছিলেন ব্রিটেনের মাটিতে অন্যতম ধনী ব্যবসায়ী। তিনি ছিলেন তাঁর চার হিন্দুজা ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বড় ভাই শ্রীচাঁদ হিন্দুজা ২০২৩ সালে মারা গিয়েছেন। অন্য দুই ভাই প্রকাশ হিন্দুজা এবং অশোক হিন্দুজা বেঁচে আছেন। ব্যবসায়িক মহলে ‘জিপি’ নামে পরিচিত ছিলেন গোপীচাঁদ হিন্দুজা। তিনি ১৯৫০ সালে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছিলেন। তাঁর হাত ধরেই হিন্দুজা সংস্থাটি একটি ইন্দো-মধ্যপ্রাচ্য বাণিজ্য কার্যক্রম থেকে আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরিত হয়েছিল। হিন্দুজা গ্রুপের ওয়েবসাইট অনুসারে, গোপীচাঁদ হিন্দুজা বোম্বে জয় হিন্দ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।

এছাড়াও তিনি ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় এবং রিচমন্ড কলেজ থেকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলে। হিন্দুজা গ্রুপের মোটরগাড়ি, ব্যাংকিং এবং অর্থ, আইটি, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট, বিদ্যুৎ, এবং মিডিয়া এবং বিনোদন-সহ এগারোটি ক্ষেত্রে ব্যবসা রয়েছে। এর কিছু সুপরিচিত ব্র্যান্ডের মধ্যে রয়েছে, অশোক লেল্যান্ড, ইন্ডাসিন্ড ব্যাংক এবং এনএক্সটিডিজিটাল লিমিটেড। সানডে টাইমসের ২০২৫ সালের রিচ লিস্ট অনুযায়ী, সম্প্রতি ৩২.৩ বিলিয়ন পাউন্ড সম্পদের মালিক গোপীচাঁদ হিন্দুজার পরিবারকে ব্রিটেনের সবচেয়ে ধনী পরিবার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ব্রিটিনের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ব্রিটেনের রানির থেকেও বেশি। হিন্দুজা পরিবারের মোট সম্পত্তি হল ৩৩.৬৭ লক্ষ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভিড ও সিমন পরিবার। কারণ এই পরিবার থেকে ৮ হাজার কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে হিন্দুজাদের কাছে। ট্রাকিং, লুব্রিকেন্ট, ব্যাঙ্কিং এবং কেবল টেলিভিশন সেক্টরের জায়ান্ট হিন্দুজা গ্রুপও এই পরিবারেরই।

তবে গত চার বছর ধরেই এই তালিকার শীর্ষে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেন নিবাসী হিন্দুজা পরিবার। বড় ভাই শ্রীচাঁদ হিন্দুজার মৃত্যুর পর গোপীচাঁদ চেয়ারম্যান পদে বসেন। লন্ডনের রিয়েল এস্টেট সেক্টরেও আধিপত্য রয়েছে এই গ্রুপের। গোপীচাঁদের নেতৃত্বেই হিন্দুজা গ্রুপ ১৯৮৪ সালে গালফ অয়েল অধীগ্রহণ করেছিল। বর্তমানে গোপীচাঁদ লন্ডনেই ছিলেন। ছোট ভাই প্রকাশ হিন্দুজা থাকেন মোনাকো য়। কনিষ্ঠতম ভাই অশোক হিন্দুজা থাকেন মুম্বইতে। তিনি ভারতে হিন্দুজার গ্রুপের ব্যবসার দায়িত্ব সামলান। হিন্দুজা ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ২০২১ সালেহিন্দুজা পরিবার খবরের শিরোনামে আসে। সেই সময় হিন্দুজা পরিবারকে এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সময় শ্রীচাঁদ হিন্দুজার মেয়ে ভিনু এবং শানু তাদের তিন কাকাকে তহবিল এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা দিয়েছিল। তখন শ্রীচাঁদ হিন্দুজা ডিমেনশিয়ায় ভুগছিলেন। এরপর তাদের ভাইঝিদের অভিযোগের জবাবে, গোপীচাঁদ, প্রকাশ, অশোক ২০১৩ সালে চার ভাইয়ের মধ্যে একটি চুক্তির কথা উল্লেখ করেন। যেখানে লেখা ছিল, সবকিছু সবার এবং কিছুই কারও নয়। তখনই তাদের পারিবারিক ঝামেলা আইন পর্যন্ত পৌঁছয়। অবশেষে ২০২২ সালের নভেম্বরে এই দীর্ঘ অশান্তির অবসান হয়। যদিও গত এক বছরে হিন্দুজা গ্রুপের ব্যবসায় ব্যপক ক্ষতি হয়েছিল। ২০২৪ সালে যখন হিন্দুজা গ্রুপ টাইমস রিচ লিস্টে শীর্ষে ছিল, সেই সময় তাঁদের মোট সম্পত্তি যা ছিল তার থেকে ২০২৫ সালে প্রায় ২ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। কিন্তু তারপরেও শীর্ষে ছিল হিন্দুজা গ্রুপ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেএনইউ ছাত্র সংসদ রইল বামেদের কব্জায়, ধরাশায়ী সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির প্রার্থীরা

বিহারের এই শহরের বেহাল অবস্থা, সেতু না থাকায় নৌকা করে ভোট দিতে আসেন স্থানীয়রা

বিহারে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ প্রথম দফার নির্বাচন, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ

 জুবিন গর্গের মৃত্যুকাণ্ডে গ্রেফতার ভাই, ‘নৈতিক’ কারণে ইস্তফা অসমের মুখ্য তথ্য কমিশনারের

OBC মামলা আপাতত শুনতে পারবে না কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

নিকাশি নালা থেকে উদ্ধার মহিলার মুণ্ডুহীন নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা যোগী রাজ্যে!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ