এই মুহূর্তে




হৃদয়বিদারক! স্ত্রীর সঙ্গে ভিডিও কলে ঝগড়ার পরেই সৌদি আরবে ভারতীয় যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা! নববিবাহিতা স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই আত্মহত্যা করলেন ২৪ বছর বয়সী এক যুবক। যিনি সৌদি আরবে আত্মহত্যা করে মারা গিয়েছেন বলে সূত্রের খবর। তাঁর বাড়ি উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায়। পুলিশ জানিয়েছে যে, বুধবার (২৯ অক্টোবর) ওই যুবক ভারতে তাঁর নব বিবাহিত স্ত্রীর সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলতে বলতেই গলায় ফাঁস দিয়ে সৌদি আরবে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, গত ২৬ অক্টোবর আস মোহাম্মদ আনসারি নামে ওই যুবক রিয়াধে তাঁর বাসভবনে থাকার সময় স্লিং ফ্যানে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছেন বলে অভিযোগ।

সেই সময়ে তাঁর স্ত্রী সানিয়া (২১) ভিডিও কলে ছিলেন। জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরেই যুবক এই সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, সেই সময়ে যুবকের তাঁর নববিবাহিত স্ত্রীর সঙ্গে তীব্র ঝগড়ার হচ্ছিল। চোখের সামনে স্বামীকে ঝুলতে দেখে স্ত্রী সানিয়া সৌদি আরবে বসবাসকারী তাঁর আরও আত্মীয়দের খবর দেন। এবং তারা যুবকের বাসভবনে ছুটে গিয়ে দেখতে পান, সে ঝুলছে। তবে তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়েছিলেন। তাঁরা যেতে যেতে যুবকের প্রাণ বেরিয়ে যায়। এই কথাই নিহত যুবকের পরিবার জানিয়েছেন। আমজাদ আলি নামে তাদের একজন আত্মীয় বলেছেন, এখন আস মোহাম্মদ আনসারির মৃতদেহ কবর দেওয়ার জন্যে মুজাফফরনগরে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

যুবকের পরিবার সূত্রের খবর, গত ৭ এপ্রিল ভোপা গ্রামে আস মোহাম্মদ আনসারি এবং সানিয়ার বিবাহ হয়। এরপর কাজের জন্য প্রায় আড়াই মাস আগে আনসারি সৌদি আরবে চলে যান। ইতিমধ্যেই রিয়াধ থেকে যুবকটির মৃতদেহ ফিরিয়ে আনার জন্যে সৌদী আরবের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন মৃতের পরিবার। মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে। পুলিশ জানিয়েছে যে, সানিয়ার সঙ্গে যুবকের ঝামেলা হওয়ার কারণ কি, তাঁর বাইরে কোনও পরকীয়ার সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারা বিষয়টির বিস্তারিত তদন্ত করছে, যার মধ্যে দম্পতির মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল তাও রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ