31ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:06 pm
নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে নারীদের সুরক্ষা এমনিতেই দুর্বল। মহিলারা রাস্তাঘাটে খুব একটা নিরাপদ নয় বলেই দাবি করেন ওই দেশের মানবাধিকার সংগঠনগুলি। এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার তাঁদের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগী হল। এবার শুধু নারীদের জন্য বিশেষ মার্কেট তৈরি করা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই হবেন মহিলারা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, মহিলারা যেন দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন তাই এই উদ্যোগ নেওয়া হল।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বুধবার ইসলামাবাদ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১২তম বার্ষিক বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি ঘোষণা করেন ইসলামাবাদে মহিলাদের জন্য বিশেষ মার্কেটটি চালু করার বিষয়টি। নতুন মার্কেটটি নির্মানের ছাড়পত্র ইতিমধ্য়েই দিয়েছেন ইমরান খানের সরকার। আগামী ৩০ অক্টোবরের মধ্য়েই সেটি তৈরি হয়ে যাবে। এরপর উদ্বোধনের তারিখ জানানো হবে। তিনি বলেন, দেশের সর্ব ক্ষেত্রেই যাতে মহিলারা নিজেদের অবদান রাখতে পারেন সেটা পাকিস্তান সরকার চিন্তাভাবনা করছে। উল্লেখ্য সম্প্রতি পাকিস্তানে শুধুমাত্র মহিলাদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। রাওয়ালপিণ্ডিতে আরও একটি মহিলা বিশ্ববিদ্যালয় তৈরির কাজ চলছে।