এই মুহূর্তে




রোড-রেজের জেরে নববধূর সামনেই গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি




নিজস্ব প্রতিনিধি: সদ্য বিয়ে করে ঘরে ফিরছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নববিবাহিত দম্পতি, কিন্তু মাঝ রাস্তাতেই সব শেষ। স্ত্রীর সামনেই খুন হতে হল স্বামীকে। প্রকাশ্যে গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা। হ্যাঁ, ঘটনাটি ঘটেছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে। যেখানে একটি সন্দেহজনক রোড রেজ ঘটনায় নতুন বিয়ে করা স্ত্রীর সামনেই গুলিতে মরতে হল ২৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত স্বামীকে। আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, স্ত্রীর সামনেই স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ। ব্যক্তির নাম গ্যাভিন দাসৌর। ঘটনার দিন একটি রাস্তা দিয়ে নববধূ মেক্সিকান স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তি।

ঘটনার বিবৃতি জারি করে ইন্ডিয়ানা পুলিশ ডিপার্টমেন্টে অফিসার আমান্ডা হিবসম্যান জানিয়েছেন যে, গত মঙ্গলবার মার্কিন অফিসাররা রাত ৮ টার সময় ইন্ডি শহরের দক্ষিণ-পূর্ব দিকের একটি রাস্তায় ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে। ওই ব্যক্তি রাস্তাতেই গুলিবিদ্ধ হয়ে ছটফট করতে করতে মারা যান। তবে ইতিমধ্যেই অপরাধীকে শনাক্ত করেছেন ওই ব্যক্তির স্ত্রী। নিহত ব্যক্তির স্ত্রী ভিভিয়ানা জামোরা ঘটনার বর্ণনা দিয়ে একটি মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, “গুলিতে জখম হওয়ার পর আমি ব্যক্তিকে ধরে রেখেছিলাম, তাঁর প্রচন্ড পরিমাণে রক্তপাত হচ্ছিল এবং আমি অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলাম।”

ওদিকে নিহত ব্যক্তি দাসৌর, আগ্রার বাসিন্দা ছিলেন, মৃত্যুর ২ সপ্তাহ আগে তিনি ভিভিয়ানা জামোরাকে ২৯ জুন বিয়ে করেন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, কালো হোন্ডা চালনাকারী চেভি চালক এবং দাসৌরের মধ্যে একটি রোড-রেজ ঘটনার জের ধরে ঝামেলা বাঁধে। রোড-রেজ ঘটনা কী? যখন রাস্তায় দুই মোটর সাইকেল বা চার ছাকা গাড়ির চালকের মধ্যে রাস্তায় বিশৃঙ্খলাকে কেন্দ্র করে বিতর্কিত যুদ্ধ বাধে, অর্থাৎ কোনও একজন চালকের কর্মকাণ্ড একেবারেই পছন্দ হয়না অন্য চালকের। তখনই রেষারেষি শুরু হয়। তেমনি ঘটনার দিন অপরাধীর সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত নিহত ব্যক্তিটির রোড রেজ নিয়ে ঝামেলা বাধে। তার জেরেই ভারতীয় ব্যক্তিটিকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালায় অপরাধী।

সন্দেহভাজন বন্দুকধারীকে, ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তবে কিছুক্ষন জেরা করার পর ছেড়ে দেওয়া হয়েছে অপরাধীকে। কেননা শ্যুটার নিজেকে রক্ষার জন্যে এমন কাজ করেছেন বলে দাবি পুলিশের। এই মূহুর্তে শুটিং এবং কথিত রোড-রেজ ঘটনার তদন্ত করছে আইএমপিডি। দাস’র স্ত্রী তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করে গুলি চালানোর ঘটনার নিন্দা করেছেন। ঘটনাস্থলে থাকা অন্য একজন চালকের পুরো ঘটনাটির ভিডিও করেছেন। যেখানে নিহত ব্যক্তিটিকেও ছিতকার করতে দেখা যায় অপরাধির উপর। এরপর লড়াই উচ্চপর্যায়ে গেলে পিকআপ চালক দাসউরের উপর তিনবার গুলি চালিয়ে জবাব দেন। দাসৌর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পেজার বিস্ফোরণের পর লেবাননের উপর তীক্ষ্ণ নজর তাইওয়ানের

উমার পুজোয় নিষেধ মহিলাদের! জানেন কী সেন বাড়িতে কেন এই অদ্ভূত নিয়ম ?

রাশিয়ার আপত্তিকে অগ্রাহ্য করেই ইউক্রেনে অস্ত্র গেল ভারত থেকে

লেবাননের হামলা সম্পর্কে আগে থেকেই জানত আমেরিকা

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারত সরকারকে তলব করল মার্কিন আদালত

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর