27ºc, Haze
Friday, 24th March, 2023 9:41 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২২ গজে একের পর এক রেকর্ড করেছেন। শনিবারই আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া নজির গড়েছিলেন সাকিব আল হাসান। একদিনের ফরম্যাটে টাইগারদের অধিনায়ক তামিম ইকবালের পরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রান পূর্ণ করেছেন। আর বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। আর জোড়া নজির গড়ার পরের দিনই ফের সুখবর এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে এবার বাইশ গজে নয়, শিক্ষাক্ষেত্রে নয়া অর্জন করেছেন সাকিব। ৩৬ বছর বয়সে এসে স্নাতক ডিগ্রি প্রাপ্ত করলেন।
২০০৯-১০ শিক্ষা বর্ষে আমেরিকার ইন্টারন্যাশননাল বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনেস্ট্রেশনে (বিবিএ) স্নাতক ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হয়েছিলেন টি টুয়েন্টি ফরম্যাটের টাইগার অধিনায়ক। কিন্তু ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে মনযোগ দিয়ে পড়াশোনা করতে পারেননি। নিয়মিত ক্লাসও করা হয়নি। ফলে বিবিএ-তে স্নাতক হওয়ার ইচ্ছে অপূর্ণই থেকে গিয়েছিল।
রবিবার সাকিবের সেই অপূর্ণ ইচ্ছেই পূর্ণ হলো। ভর্তির ১৪ বছর বাদে স্নাতক ডিগ্রি অর্জন করলেন। এদিন বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন উৎসবে বাঁ হাতি অলরাউন্ডারের হাতে স্নাতক হওয়ার সনদ তুলে দেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি। স্নাতক হওয়ার সনদ নিতে বিশ্ববিদ্যালয় চত্বরে হাজির ছিলেন সাকিব। স্নাতক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমি খুবই খুশি, খুবই আনন্দিত ও গর্বিত যে, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল।’