27ºc, Haze
Friday, 24th March, 2023 9:44 pm
নিজস্ব প্রতিনিধি: যাত্রার মঞ্চে অভিনয় করছিলেন একজন দুঃখী কৃষকের ভূমিকায়। আর সেই অভিনয় চলাকালীন সংলাপ বলতে বলতে মঞ্চেই মৃত্যুর কোলে ধলে পড়লেন শিল্পী (Actor)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে।
জানা গিয়েছে, রবিবার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে যাত্রাপালার অনুষ্ঠান ছিল। সেই যাত্রায় অভিনয় করছিলেন যাত্রাশিল্পী হাসেম আলী (৪৫)। যাত্রা চলাকালীন দুঃখজনক একটি দৃশ্যে সংলাপ দিতে দিতেই মঞ্চে ঢলে পড়েন তিনি। সহ-অভিনেতারা তাঁকে ধরাধরি করে তোলার পর দেখা যায় অচৈতন্য অবস্থায় রয়েছেন। এরপর সিরাজগঞ্জ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, যাত্রাশিল্পী হাসেম আলী উপজেলার নান্দিনামধু দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে যাত্রাপালায় অভিনয় করেন তিনি। রবিবার নান্দিনামধু এলাকায় ‘আলম মালার প্রেম’ নামে একটি যাত্রায় নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করছিলেন হাসেম। যাত্রার একটি দৃশ্যে সংলাপ দিতে দিতে মঞ্চে ঢলে পড়েন হাসেম। যাত্রাকে ভালবেসে জীবনের বহু বছর অভিনয় করে কাটানোর পর যাত্রার মঞ্চে শিল্পীর শেষ নিঃশ্বাস ত্যাগের ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। সোমবার সকালে তাঁর জানাজা শেষে গ্রামে কবরস্থ করা হয় যাত্রাশিল্পী হাসেম আলীকে।