নিজস্ব প্রতিনিধি: এক বাঁদরছানা এবং একটি ছাগলের একসঙ্গে বেরি ফল খাওয়ার একটি ভিডিও এখন ইন্টারনেটে তুমুল ভাইরাল। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের ভিতর একজন মানুষ হাতে কিছু বেরি ফল নিয়ে কাউকে ডাকছে। সেই ডাক শুনে একটি ছাগল ছুঁটে আসে তাঁর দিকে। মজার ব্যাপার এই যে ওই ছাগলটির গলা চেপে ঝুলেছিল একটি বাঁদরছানা। প্রথম দিকে সেটা বোঝা যায়নি যখন ওই দুজন লোকটির কাছে আসে, তখন সে তাঁদের হাতে করে বেরি খাওয়ার জন্য দেয়। কিছুক্ষণ পর বোঝা যায় আসল কাণ্ড।
ওই ভিডিওটি দেখে এও বোঝা যাচ্ছে, ছাগলটি ওই ব্যক্তির পোষা ফলে সে মহানন্দে বেরি চিবোতে শুরু করে। কিন্তু তাঁর পিঠে চেপে বসা বাঁদরছানাটি কিছুটা বিভ্রান্ত ছিল। তবে ছাগলটিকে বেরি খেতে দেখে বানরের বাচ্চাটিও কিছুক্ষণ পরই ওই ব্যক্তির হাত থেকে বেরি নিয়ে খেতে থাকে। ইতস্ততভাবে প্রথম বেরিটি খাওয়ার পরই সে বুঝতে পারে সেগুলি খেতে দুর্দান্ত এবং মনের আনন্দে একের পর এক বেরি খেতে শুরু করে। এই ভিডিওটি টুইট করার পর এখনও পর্যন্ত ১২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। লাইক পড়েছে ৫৫ হাজারের বেশি। আর এক লক্ষের বেশি রি-টুইট হয়েছে দুটি ছোট্ট বন্যপ্রাণের কাণ্ডকারখানার এই ভিডিও।
Am I high right now what is happening pic.twitter.com/itBaV1XUNK
— Kristi Yamaguccimane (@wapplehouse) September 26, 2021