এই মুহূর্তে




কী কাণ্ড! ছেলের হবু শ্বশুরকে মন, ৫০ বছর বয়সী বেয়াইয়ের হাত ধরে পালালেন মহিলা, তারপর..

নিজস্ব প্রতিনিধি: কথিত আছে, প্রেম বা ভালবাসা, বয়স, ধর্ম, সমাজ কিছুই মানে না। এক্ষেত্রে শুধু দুটি মানুষের মনের মিল হওয়া জরুরি। এবার স্বামী-সন্তান রেখে হবু সম্বন্ধির সঙ্গে পালালেন একজন ৪৫ বছর বয়সী মহিলা। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের উজ্জয়িন জেলার বারনগরের। যেখানে ওই মহিলা তাঁর ছেলের হবু শ্বশুরকে মন দিয়ে ফেলেছেন। এবং তাঁর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পালিয়ে গিয়েছেন। যদিও মহিলাকে খুঁজে পাওয়া গিয়েছে। মহিলা নিখোঁজ হওয়ার পরেও তাঁর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তখন থেকেই মহিলাকে খুঁজছিলেন। অবশেষে তাঁকে খুঁজে পেয়ে পরিবারের হাতে তুলে দেন মহিলাকে। এবং তিনি সবটা স্বীকার করেন। মহিলাটি তাঁর স্বামী এবং দুই সন্তানকে রেখেই পালিয়ে গিয়েছিলেন।

সূত্রের খবর, মহিলাটির শ্বশুরবাড়ি বারনগর থানা এলাকার উন্তভাসা গ্রামে। প্রায় আট দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরিবার অনেক খোঁজাখুঁজি পরেও তাঁর কোনও সন্ধান না পাওয়ায় পুলিশের সাহায্য নেয়। এরপরেই বারনগর পুলিশ অনুসন্ধান শুরু করে এবং অবশেষে তাঁকে খুঁজে পান। আর তদন্তের সময়েই পুলিশ জানতে পারেন যে, তিনি স্বেচ্ছায় স্বামী এবং সন্তানদের রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এবং প্রেমিকের সঙ্গেই বাকি জীবন থাকতে চেয়েছিলেন। তবে পুলিশ হতবাক হয়ে যান, যখন জানতে পারেন যে, ওই মহিলার প্রেমিক আর কেউ নন, বরং তাঁর হবু বেয়াই।

মহিলার ছেলের সঙ্গে লোকটির মেয়ের বাগদান হয়েছিল। কিন্তু জানা যায়, তাদের ছেলে-মেয়ের বাগদানের আগেই তারা পরস্পরকে মন দেন এবং ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এরপর পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর পুলিশ যখন দু’জনকে থানায় ডেকে পাঠান, তখনই তারা তাদের সম্পর্কের কথা স্বীকার করেন। এবং জানান যে, তারা প্রেমের সম্পর্কে রয়েছেন এবং নিজেদের ইচ্ছায় একসঙ্গে থাকতে চেয়েছেন। তবে যেহেতু বিষয়টি ব্যক্তিগত, তাই পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। এবং মহিলাকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে বারনগর থানার ইনচার্জ অশোক পাতিদার জানিয়েছেন যে, ওই মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ আট ​​দিন আগে দায়ের করা হয়েছিল। তদন্তে জানা যায় যে, মহিলাটি ৫০ বছর বয়সী এক পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছেন। আর ওই মহিলার ছেলে এবং পুরুষটির মেয়ের বাগদান হয়ে গিয়েছিল। কিন্তু তাদের বাগদান সম্পন্ন হওয়ার আগেই, মহিলাটি তাঁর হবু সম্বন্ধির সঙ্গে পালিয়ে যান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে বিরাট সাফল্য NIA-র, শ্রীনগর থেকে গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী

কর্নাটকের চিড়িয়াখানায় ৪ দিনে ৩১ টি কৃষ্ণসার হরিণের মৃত্যু, কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন

‘দিল্লি বিস্ফোরণে জড়িতদের পাতাল থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেব’, হুঙ্কার অমিতের

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইউনূসের আবদার মানছে দিল্লি, ফেরত পাঠানো হচ্ছে না হাসিনাকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ