এই মুহূর্তে




নিউইয়র্কে ইতিহাস, বিজয় মঞ্চে বলিউডের গানে মাতলেন জোহরান মামদানি, বাজল ‘ধুম মাচালে’

নিজস্ব প্রতিনিধিঃ নিউইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ এবং সর্বপ্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান আমদানি। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি জয়ী হয়েছেন। ১৯৮২ সালের পর শহরের সবচেয়ে কম বয়সী, প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত প্রথম মেয়র হিসেবে জোহরান আমদানি নির্বাচিত হয়েছেন। আর জয়ের পর তাঁর ভাষণমঞ্চে বেজে উঠল বলিউডের জনপ্রিয় গান, ‘ধুম মাচালে’। এবং এই গানের সঙ্গে তাল মিলিয়ে জয়ের আনন্দে ভাসলেন জোহরান আমদানি। গানটি বলিউডের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ধুম’ ছবির গান। যেখানে অভিনয় করছিলেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া, জন আব্রাহামের মতো তারকারা। জয়ের পর মামদানি ব্রুকলিনে তার বিজয় সমাবেশে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘বন্ধুরা, আমরা আজ একটি রাজনৈতিক রাজবংশকে পরাজিত করেছি। আমি অ্যান্ড্রু কুয়োমোর ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই। তবে আজ রাত হোক সেই শেষ রাত, যখন আমি তার নাম উচ্চারণ করছি, কারণ আমরা এখন এমন এক রাজনীতির অধ্যায় শুরু করছি যা অল্প কয়েকজনের নয়, সবার জন্য।’

আর তার ভাষণ শেষ হতেই মঞ্চের ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে ‘ধুম মচালে’ গানটি। যা শোনা মাত্রই জোহরান আমদানির বিজয় উৎসবে উপস্থিত দর্শক-সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। মামদানির মঞ্চে ছিলেন তার স্ত্রী রামা দুওয়াজি ও মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারও। সুতরাং বলিউডের গানের কতটা জোর, যা নিউইয়র্কের মেয়রের ভাষণমঞ্চ একেবারে মাতিয়ে দিয়েছে। যদিও মামদানির সঙ্গে বলিউডের আলাদা সম্পর্ক রয়েছে। তিনি হিন্দিতে কথা বলতে পারেন। এর আগে তার নির্বাচনী প্রোমো ভিডিওতে তাঁকে পরিষ্কার হিন্দিতে কথা বলতে দেখা গিয়েছিল। তখন তাঁর প্রচরণার গানের ব্যাকগ্রাউন্ডে চলেছিল ওম শান্তি ওম সিনেমার গান। এবার তার বিজয় ভাষণ শেষে মঞ্চেই বেজে উঠল বিখ্যাত বলিউডি গান। তবে ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক নেতা জোহরান মামদানি তার বিজয়ী ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কথাও উল্লেখ করেছিলেন। নেহেরুর ‘ট্রিস্ট উইথ ডেসটিনি’ বক্তৃতার উদ্ধৃতি দিয়ে বিজয়ী ভাষণ শুরু করেছিলেন তিনি।

তিনি বিজয়ী ভাষণে মা-বাবাকে উদ্দেশ করে বলেন, ‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’ জোহরান মামদানি হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম। তাঁর মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। ৩৩ বছর বয়সী এই ব্যক্তি নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বিজয়ী ভাষণে মামদানি বলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুরর কথা উল্লেখ করে বলেন, ‘আজ আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আমি জওহরলাল নেহরুর কথা মনে করছি। ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে, যখন আমরা পুরাতন থেকে নতুনের পথে যাত্রা শুরু করি, যখন এক যুগের সমাপ্তি ঘটে সেই সঙ্গেও দীর্ঘকাল অবদমিত এক জাতির আত্মা তার উচ্চারণ খুঁজে পায়। আজ রাতে, আমরা পুরাতন থেকে নতুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি।’ সমর্থকদের সঙ্গে মিশে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মামদানি ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার প্রাক্কালে নেহেরুর ঐতিহাসিক “ট্রাইস্ট উইথ ডেসটিনি” বক্তৃতা থেকে অনুপ্রেরণার কথা বলেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

রাশিয়ার সঙ্গে যুদ্ধে টক্কর দিতে ফ্রান্স থেকে ১০০ রাফাল কিনছে ইউক্রেন

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ভেনিজুয়েলার কাছে ঘুরপাক খাচ্ছে সবচেয়ে উন্নত বিমানবাহী মার্কিন রণতরী, কি পরিকল্পনা ট্রাম্পের?

সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

দীর্ঘস্থায়ী ও দুরারোগ্য রোগে আক্রান্তদের হজযাত্রায় দেওয়া হবে না অনুমতি, বড় সিদ্ধান্ত সৌদি আরবের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ