এই মুহূর্তে




মোল্লা ইউনূসের রাতের ঘুম উড়িয়ে খালেদার সঙ্গে একান্ত বৈঠক সেনাপ্রধানের




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের রক্তচাপ এক ধাক্কায় বাড়িয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। আধ ঘন্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠক নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সেনাবাহিনীর জনসংযোগ দফতরের (আইএসপিআর) তরফে ওই বৈঠক নিয়ে মুখ খোলা হয়নি। তবে বিএনপি’র তরফে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক খোঁজখবর নিতেই এসেছিলেন সেনাপ্রধান। যদিও রাজনৈতিক মহলের কাছে ওই বক্তব্য খুব একটা বিশ্বাসযোগ্য হয়নি। বরং তাদের মতে, ‘খালেদার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক যথেষ্টই ইঙ্গিতবাহী। মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং জামায়াত ইসলামীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে সুর চড়িয়েছেন বিএনপি শীর্ষ নেতারা। সরকার বনাম বিএনপির লড়াইয়ে সেনাবাহিনী যে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের পাশেই রয়েছে, সেই বার্তা দিতেই আচমকা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান।’

শেখ হাসিনা জমানার পতনের পরে বাংলাদেশের শাসন ক্ষমতায় ফের বিএনপি’র আসীন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। যদিও বিএনপি’কে ক্ষমতা থেকে দূরে রাখতে কোমর কষে ঝাঁপিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূস। যিনি নিজে শুধু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রধান সেনাপতিই নন, বাংলাদেশের রাজনীতিতে মাইনাস টু (শেখ হাসিনা ও খালেদা জিয়াকে উচ্ছেদ করার) ফর্মূলার অন্যতম প্রবক্তা। ২০০৭ সালে ত‍ৎকালীন সেনাপ্রধান মইন ইউ আমেদের মদতপুষ্ঠ অন্তর্বর্তী সরকারের জমানায় বাংলাদেশে মাইনাস টু ফর্মূলা নিয়ে আসরে হাজির হয়েছিলেন মোল্লা ইউনূস অ্যান্ড গ্যাং। যদিও তা সফল হয়নি। এবার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় খালেদা জিয়ার দলকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্য ভৃত্য মুহাম্মদ ইউনূস। জামায়াত ইসলামীর মতো মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে। আর ওই পরিকল্পনার অন্যতম অংশ হিসাবে প্রশাসন থেকে বিচার ব্যবস্থার শীর্ষ পদে রাজাকার পরিবারের সন্তানদের নিয়োগ দেওয়া শুরু হয়েছে।

ইউনূসের ওই ষড়যন্ত্র টের পেয়েই সুর চড়িয়েছেন বিএনপি শীর্ষ নেতারা। গত ৭২ ঘন্টা ধরে লাগাতার হুঁশিয়ারি দিয়ে চলেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কনীর রিজভি, মির্জা ফখরুল ইসলামের মতো বিএনপি শীর্ষ নেতারা। এমনকি শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি তোলানো হয়েছে সরকারের তরফে, তারও বিরোধিতা করেছেন তারা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্ঘাতের আবহেই বৃহস্পতিবার রাতে আচমকা গুলশানের ফিরোজায় হাজির হয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। যিনি আবার দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আত্মীয়া। রাত সাড়ে আটটা থেক নয়টা পর্যন্ত খালেদার সঙ্গে একান্ত বৈঠক করেন সেনাপ্রধান। আর ওই বৈঠকের কথা জানতে পেরেই রাতের ঘুম উবেছে মোল্লা ইউনূস ও তার চ্যালাচামুণ্ডাদের। এদিনই রাজবাড়িতে সেনাবাহিনীর এক মহড়ায় হাজির থাকার  কথা ছিল অন্তর্বর্তী সরকার প্রধানের। সূত্রের খবর, শেষ মুহুর্তে সেনার তরফে প্রধান উ্পদেষ্টার অনুষ্ঠান বাতিল করা হয়। ইউনূসের দফতরকে জানিয়ে দেওয়া হয়, ওই মহড়া হবে না। সেনা মহড়া অনুষ্ঠান বাতিলের কয়েক ঘন্টার মধ্যে খালেদার বাড়িতে গিয়ে সেনাপ্রধানের একান্ত বৈঠককে নিছক সৌজন্য বলে মানতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেনাপ্রধানের সঙ্গে ছিলেন প্রাক্তন সেনা কর্তা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহি আকবর। যিনি সেনাবাহিনীতে বিতর্কিত অফিসার হিসাবে পরিচিত।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ওবিসি সংরক্ষণ নিয়ে শুরু সমীক্ষা, রাজ্যকে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত

শিলিগুড়িতে চলন্ত পুলকারে আগুন, চালকের বুদ্ধিতে রক্ষা পেল ১৪ স্কুলপড়ুয়া

শেষে কি না জ্যাকলিনের ছবির পোস্টার চুরি করলেন সলমান? নেটপাড়ায় বিতর্ক তুঙ্গে

দেশে প্রথম  ব্লুটুথ সংযোগযুক্ত তিন চাকার বৈদ্যুতিক গাড়ি আনল TVS

চারদিকে ঘন কুয়াশার মধ্যেই জোরকদমে চলছে ‘বর্ডার ২’-এর শুটিং, ছবি পোস্ট বরুণের

গুরুতর আহত সুপারস্টার প্রভাস, ‘কল্কি’র প্রচারে যেতে পারলেন না জাপানে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর