এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সুজাতা জিততে পারেন, সৌমিত্রের জমিতে থাবা শাসকের

নিজস্ব প্রতিনিধি: একসময় তাঁরা ছিলেন দম্পতি। কিন্তু এখন দুইজনই দুই পৃথক পৃথক পথে হাঁটা দিয়েছেন।তবে রাজনীতিকে বিদায় দেননি তাঁরা। দুইজনে রয়েছেন দুই বিরোধী শিবিরে। একজন বিজেপিতে, অন্যজন তৃণমূলে। কিন্তু তাঁদের ঘিরে আগ্রহ এখনও তুঙ্গে রয়ে গিয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনেও এই দুইজনকে ঘিরে আগ্রহ ছিল। কেননা দুইজনের একজন এবারে জেলা পরিষদের আসনে প্রার্থী হয়েছেন। অন্যজনের কাঁধে ছিল গুরু দায়িত্ব, জেলা পরিষদ দখলের। কিন্তু ভোট সূত্র বলছে, যিনি সরাসরি প্রার্থী হয়েছেন, তিনি এবার জিততে পারেন। কিন্তু যার কাঁধে জেলা পরিষদ দখলের দায়িত্ব ছিল তিনি নিজের এলাকার মাটিই ধরে রাখতে পারেননি। নজরে বাঁকুড়া(Bankura) জেলার বিষ্ণুপুর(Bishnupur) লোকসভা কেন্দ্রের বিজেপি(BJP) সাংসদ সৌমিত্র খান(Soumitra Khan) এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল(Sujata Mondol)।

আরও পড়ুন বিরোধীদের অশান্তি অব্যাহত জেলায় জেলায়

সুজাতা এবার বাঁকুড়া জেলারই জয়পুর ব্লকের ৩টি জেলা পরিষদের আসনের মধ্যে ১টি আসনে তৃণমূলের(TMC) প্রার্থী হয়েছেন। সে এলাকায় সুজাতা প্রার্থী হয়েছেন সেই এলাকাটি আবার সৌমিত্রের সংসদীয় কেন্দ্রের মধ্যেই পড়ে। অর্থাৎ এবারের নির্বাচন ছিল সৌমিত্র আর সুজাতা দুইজনের কাছেই মর্যাদার লড়াই। সুজাতা একুশের ভোটেও লড়াই করেছেন। তৃণমূল তাঁকে হুগলি জেলার আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল। কিন্তু ৭ হাজারের সামান্য কিছু বেশি ভোটে তিনি হেরে যান। এবার দল তাঁকে জয়পুরের জেলা পরিষদ আসন থেকে প্রার্থী করেছে। উনিশের লোকসভা ভোটে সুজাতা ছিলেন সৌমিত্রের পাশে। আদালতের নির্দেশে সেই সময় সৌমিত্র তাঁর সংসদীয় কেন্দ্রে ঢুকতেই পারছিলেন না। প্রচারও করতে পারছিলেন না। সেই সময় হাল ধরেছিলেন সুজাতা। সৌমিত্রের হয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র চষে বেড়িয়েছিলেন। জিতেও ছিলেন সৌমিত্রকে। সুজাতার সেই লড়াইকে কুর্ণিশ জানিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদিও। কিন্তু কুর্ণিশ জানাননি সৌমিত্র। য়াজ তাঁকে সুজাতাকে ছাড়াই থাকতে হচ্ছে।

আরও পড়ুন বর্জ্য পৃথকীকরণ জরুরি, কাউন্সিলরদের প্রচারে নামাচ্ছে KMC

উনিশের ভোটে বাঁকুড়া জেলার দুটি লোকসভা কেন্দ্রই গিয়েছিল বিজেপির দখলে। একুশের ভোটে জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি জয়ী হয়েছিল ৮টি আসনে। তার মধ্যে ৫টিই ছিল সৌমিত্রের সংসদীয় কেন্দ্রের মধ্যে থাকা বিধানসভা কেন্দ্র। এই ৫টি কেন্দ্র হল সোনামুখী, ইন্দাস, কোতুলপুর, বিষ্ণুপুর এবং ওন্দা। জেলার বেশির ভাগ বিধানসভা কেন্দ্র দলের দখলে আসায় এবার সৌমিত্রের ঘাড়ে দায়িত্ব বর্তেছিল বাঁকুড়া জেলা পরিষদ দখল করার। কিন্তু সূত্র বলছে সেই লক্ষ্যে সম্ভবত সফল হচ্ছেন না সৌমিত্র। বাঁকুড়া জেলা পরিষদ তৃণমূলের দখলেই থেকে যাচ্ছে। সুজাতাও জিতছেন। আর সৌমিত্রের সংসদীয় কেন্দ্রে ধাক্কা খেতে চলেছে বিজেপি যা ২০২৪’র লড়াইয়ে সৌমিত্রকে কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিতে চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলা তৃণমূলকর্মীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর