নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। দফায়-দফায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম একদিনের ম্যাচ। বৃহস্পতিবার রাত আটটা ২৬ মিনিটে ম্যাচ পরিত্যক্ত করার কথা জানানো হয়। আগামী ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল। যদিও ওই ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। কেননা, আবহাওয়া অফিসের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারতের মাটিতে আগামী ৫ আক্টোবর বসছে একদিনের বিশ্বকাপের আসর। ওই প্রতিযোগিতার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজকে পাখির চোখ করেছে টাইগাররা। এদিন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। ৪.৩ ওভারে সফরকারী দল বিনা উইকেটে ৯ রান তোলার পরেই ঝাঁপিয়ে শুরু হয় বৃষ্টি। দুই ঘন্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে ম্যাচ কমিয়ে ৪২ ওভারের করা হয়। খেলা শুরুর পরেই কিউই শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ৯ রানে ফিরিয়ে দেন ফিন অ্যালেনকে। ১ রানে সাজঘরে ফিরে যান চাদ বাউস। এর পরে উইল ইয়ং ও হেনরি নিকোলাস দলকে টেনে নিয়ে যান। ৫৭ বলে ৪৪ রান করে মুস্তাফিজুরের বলে সাজঘরে ফেরেন হেনরি।
২৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে আবার। ফের খেলা শুরু হলে ৩১তম ওভারে নিউজিল্যান্ড শিবিরে জোড়া ধাক্কা দেন নাসুম আমেদ। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন ইয়ংকে (৫৮)। চতুর্থ বলে ফেরান রাচিন রবীন্দ্রকে (০)। ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৩৬ রান তুলতেই ফের হানা দেয় বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।