এই মুহূর্তে




কলম্বিয়াকে হারিয়ে দীর্ঘ ১৮ বছর পর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি:  সান্তিয়াগোতে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে কঠিন লড়াইয়ের জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৫ ফাইনালে তাদের  জায়গা নিশ্চিত করেছে। আলবিসেলেস্তেরা দীর্ঘ ১৮ বছর পর যুবাদের বিশ্বকাপে ফাইনালে উঠল । ২০০৭ সালের পর প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে অংশগ্রহণকারী আর্জেন্টিনা টুর্নামেন্টের অষ্টমবার ফাইনালে উঠেছে। 

আলবিসেলেস্তের হয়ে  জয়ের গোলটি করেছেন মাতেও সিলভেত্তি। সেমিফাইনালে, উভয় দলই  প্রথমার্ধে গোলশূন্য ভাবে খেলেছে। বিরতির পর, আর্জেন্টিনার প্রধান কোচ দিয়েগো প্লাসেন্টে সাহসী কৌশলগত পরিবর্তন আনেন  যা তার দলের পক্ষে গতি পরিবর্তন করে। আর্জেন্টিনা আগামী সোমবার ভোরে শিরোপা জয়ের ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে। ৫৫তম মিনিটে, আর্জেন্টিনার ডিফেন্ডার টোবিয়াস রামিরেজকে অচলাবস্থা টিকিয়ে রাখার জন্য ধন্যবাদ জানাতে হয়েছিল, কারণ তিনি কলম্বিয়ার এমিলিও আরিস্তিজাবালের কাছ থেকে বলটি দুর্দান্তভাবে ক্লিয়ার করেছিলেন। সান্তিনো বারবি প্রথমে ঝোন রেন্টেরিয়ার একটি তীব্র শটকে বাধা দিয়েছিলেন। মাত্র কয়েক মিনিট পরে, ৫৭তম মিনিটে, গোলরক্ষক বারবি আবারও আর্জেন্টিনাকে উদ্ধারে এগিয়ে আসেন এবং জুয়ান আরিজালার শক্তিশালী হেডারটি টপ কর্নারে পৌঁছানোর জন্য একটি দুর্দান্ত সেভ করেন।  বারবি গোটা ম্যাচেই গোলপোস্টের নিচে দুর্দান্ত ভাবে ছিলেন । শুরু থেকে ভালো খেলে কলম্বিয়া কিন্তু শেষের দিকে আর্জেন্টিনা খেলোয়ারদের কাছে নিজেদের ধরে রাখতে পারেনি।
৭২তম মিনিটে ইন্টার মিয়ামির ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি ঠাণ্ডা মাথায়  জয়ের জন্য গোল করেন। ৭৯তম মিনিটে জোন রেন্টেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে কলম্বিয়ার আশা আরও ম্লান হয়ে যায়। ফলে তাদের ১০ জন খেলোয়াড় নিয়ে খেলা শেষ হয়। জানিয়ে রাখা ভালো ১৯৭৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এ নিয়ে আর্জেন্টিনা অষ্টমবার ফাইনালে উঠল । এর  সাতবার ফাইনালে উঠে ছয়বার  শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। এবার সপ্তমবার শিরোপা জয়ের লক্ষ্যে ঝাঁপাবে আর্জেন্টিনা 
. 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল-হলুদকে হারিয়ে ২২ বছর পর শিল্ড সবুজ-মেরুনের

যুবভারতীতে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের হাড্ডাহাড্ডি লড়াই

‘২০২৭ সালের বিশ্বকাপে খেলব’, খুদে ভক্তকে ওয়াদা রোহিত শর্মার

শনি সন্ধ্যায় শিল্ড ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, জয়ের জন্য মরিয়া দু’পক্ষ

পাক বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজে দল প্রত্যাহার

ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়ল জার্মানি, এক ধাপ এগোল আর্জেন্টিনাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ