এই মুহূর্তে




টি ২০-তে কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

নিজস্ব প্রতিনিধি : টি ২০-তে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টি ২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ৫০ ও তার থেকে বেশি রান করার নজির গড়লেন বাবর। সম্প্রতি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়েছেন পাকিস্তানি এই খেলোয়াড়।

টি ২০ ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচে ৩৯ বার ৫০ বা তার থেকে বেশি রান করে ফেলেছেন বাবর। টি ২০ ক্রিকেটে এত বেশি ৫০ বা তার থেকে বেশি রান করার রেকর্ড কোনও ব্যাটসম্যানের নেই। এতদিন এই রেকর্ডটি ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কেহলির দখলে। টি ২০ ফরম্যাটে কোহলি ৩৮ বার ৫০ বা তার থেকে বেশি রান করেছেন। এবার বিরাটের সেই রেকর্ড ভেঙে দিলেন পাক অধিনায়ক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে ৪২ বলে ৭৫ রান করেন বাবর। এই ৭৫ রানের মধ্যে ছিল ৬টি চার ও পাঁচটি ছয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭৫ রান করেই টি ২০ ফরম্যাটে নয়া রেকর্ড গড়ে ফেললেন বাবর। বাবর, বিরাট কোহলির পরই টি ২০-তে সর্বাধিক ৫০ বা তার থেকে বেশি রান করার কৃতিত্ব রয়েছে রোহিত শর্মার।

এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই এক ওভারে ২৫ রান করেন বাবর। এর আগে কোনও পাকিস্তান ব্যাটসম্যানের এক ওভারে ২৫ রান করার রেকর্ড নেই। আয়ারল্যান্ড সিরিজের পর পাকিস্তান দল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কোহলির আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বাবরের কাছে। এখনও পর্যন্ত টি ২০ ক্রিকেটে সবেচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ১০৯টি ইনিংস খেলে ৪০৩৭ রান করেছেন বিরাট। এরপরই রয়েছেন রেহিত শর্মা। রোহিত করেছেন ৩৯৭৪ রান। রোহিতের পরেই তৃতীয় স্থানে রয়েছে বাবর আজম। বাবর এখনও পর্যন্ত ১১০টি ইনিংস খেলে ৩৯৫৫ রান করেছেন। ফলে বাবরের সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই সুযোগ থাকছে কোহলির রেকর্ড ভেঙে দেওয়ার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশালের হাত ধরে লাল-হলুদকে হারিয়ে ২২ বছর পর শিল্ড জয় মোহনবাগানের

যুবভারতীতে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের হাড্ডাহাড্ডি লড়াই

‘২০২৭ সালের বিশ্বকাপে খেলব’, খুদে ভক্তকে ওয়াদা রোহিত শর্মার

শনি সন্ধ্যায় শিল্ড ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, জয়ের জন্য মরিয়া দু’পক্ষ

পাক বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজে দল প্রত্যাহার

ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়ল জার্মানি, এক ধাপ এগোল আর্জেন্টিনাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ